ক্যাশে এতো কম টাকা কেন, চোরের ফোন ফার্মেসি মালিককে

0

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ॥ দোকানে চুরি করে কাঙ্খিত টাকা না পেয়ে ফার্মেসি মালিককে নিজেই ফোন করেছে এক চোর। এ নিয়ে কালীগঞ্জ উপজেলা শহরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা শহরের মল্লিক ফার্মাসিতে। এ ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

রোববার (৩০ মার্চ) মধ্যরাতে উপজেলা শহরের হাসপাতাল সড়কের মল্লিক ফার্মাসিতে চুরির এ ঘটনা ঘটে।
ফার্মাসি মালিক হরেন্দ্রনাথ সাহা বলেন, ভোরবেলার দিকে চোরচক্রের এক সদস্য আমার মোবাইল ফোনে কল করে বলে, দাদা আপনার ফার্মাসিতে আমরা চুরি করেছি। চাঁদ রাতে কেনাবেচা অনেক করেছেন। তো ক্যাশে এতো কম টাকা রাখলেন কেন? একটু বেশি করে রাখতে পারেন না?

তিনি আরো বলেন, ফোনে জানানো ওই কথা আমি প্রথমে বিশ্বাস করিনি। পরে ভোরে দোকানে এসে বুঝতে পারি আমার দোকানে চুরি হয়েছে। তবে তিনি চোরের নাম-পরিচয় বলতে পারেননি।

এ বিষয়ে কালীগঞ্জ থানার ওসি শহীদুল ইসলাম হাওলাদার বলেন, আমি এখন ঝিনাইদহ শহরে আছি। ঘটনাটি জানার পরে স্বঘোষিত চোরের ফোন নম্বর শনাক্তকরণের কাজ চলছে। এ ঘটনায় জড়িতদের দ্রুতই আইনের আওতায় আনা হবে।