যশোর ষষ্টিতলা এলাকায় বোমাবাজি ও গুলিবর্ষন আতঙ্কে এলাকাবাসী

0

স্টাফ রিপোর্টার ।। যশোর শহরের ষষ্ঠিতলা এলাকায় দুই গ্রুপের মধ্যে বোমাবাজি ও গুলির ঘটনা ঘটেছে। মঙ্গলবার মধ্যরাতে এ ঘটনার পর থেকে এখনো ওই এলাকায় আতঙ্ক বিরাজ করছে। তবে, এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয়রা জানিয়েছেন, মেয়েলী একটি বিষয় নিয়ে এ ঘটনার সূত্রপাত ঘটেছে। যদিও পুলিশ এখনো এ কারণ উদঘাটন করতে পারেনি।

স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে রেলবাজার রোড (সুরেন্ত্রনাথ রোড) ও মুজিবসড়ক বাইলেন এলাকার দুই গ্রপের মধ্যে ব্যাপক উত্তেজনা বিরাজ করছিলো। সেই জেরে মঙ্গলবার রাতে বাইলেন এলাকার একদল যুবক ওই এলাকায় মোটরসাইকেল শোডাউন দেয়।

এসময় তাদের মধ্যে দেবা নামের এক যু্বককে আটকে রাখে রেলবাজার এলাকার প্রতিপক্ষরা। পরে মুজিবসড়ক বাইলেন এলাকার বিরোধি পক্ষ এসে পাল্টা আক্রমন চালালে দেবাকে ফেলে রেলবাজার রোডের ওই গ্রুপের লোকজন পিছু হটে। পরে তারা ছয় থেকে সাতটা বোমার বিস্ফোরণ ঘটায়।

এলাকাবাসির দাবি, প্রকাশ্যে যারা এসব বোমাবাজি ও গোলাগুলি করে এলাকায় আতঙ্ক সৃষি করছে তারা অধিকাংশই এলাকার চিহ্নিত সন্ত্রাসী। হত্যা, অস্ত্র, চাঁদাবাজী, মাদকসহ একাধিক মামলা রয়েছে তাদের বিরুদ্ধে।

এ বিষয়ে কোতোয়ালি থানার ওসি (তদন্ত) কাজী বাবুল বলেন, গোলাগুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়, তবে সেখানে কাউকে পাওয়া যায়নি। মেয়েলী বিষয় কিনা তা বলা যাচ্ছেনা। এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ দেয়নি।