জনগণের ভোটাধিকার নিশ্চিত করেই আমাদের ঘরে ফিরতে হবে : অনিন্দ্য ইসলাম অমিত

0

প্রদীপ বিশ্বাস, বাঘারপাড়া (যশোর) ॥ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, রক্তদানকারী হাজারো মানুষের আকাঙ্ক্ষা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা। কিন্তু দুঃখজনক হলেও সত্য দেশে এখনও গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি। যত দ্রুত সম্ভব অবাধ, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশে জনপ্রতিনিধিত্বশীল সরকার প্রতিষ্ঠা

করতে হবে। তাহলেই গণতন্ত্র, মতপ্রকাশেন স্বাধীনতা প্রতিষ্ঠিত হবে। এই ক্ষেত্রে কোনো টালবাহানা মেনে নেওয়া হবে না।

গতকাল শনিবার বাঘারপাড়া উপজেলা ও পৌর বিএনপির ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

অনিন্দ্য ইসলাম অমিত বলেন, দীর্ঘ স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহীদ, আহত ও নির্যাতিতদের প্রতি আমরা কৃতজ্ঞ। বছরের পর বছর জেলখাটা, গুম হয়ে যাওয়া নেতা-কর্মীদের ঋণ শোধ হওয়ার নয়। সর্বশেষ অকুতোভয় ছাত্র-জনতা বুকের তাজা রক্ত ঢেলে দেশকে ফ্যাসিবাদমুক্ত করেছেন। তিনি বলেন, আজ আমরা হাজারো নেতা-কর্মী এক জায়গায় জড়ো হতে পেরেছি। এমন সুযোগ বিগত ১৬ বছর আমরা পাইনি। আওয়ামী ফ্যাসিস্ট সরকার লাখ লাখ নেতা-কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে জেল খাটিয়েছে। গ্রেফতার এড়াতে জঙ্গলে, ফসলি জমিতে রাত কাটাতে বাধ্য হয়েছেন নেতারা।

উপজেলা বিএনপির সভাপতি তানিয়া রহমানের সভাপতিত্বে তিনি আরও বলেন, আমাদের লড়াই এখনও শেষ হয়ে যায়নি। জনগণের কাঙ্খিত ভোটাধিকার নিশ্চিত করেই আমাদের ঘরে ফিরতে হবে।

অনিন্দ্য ইসলাম অমিত এসময় বিএনপির নেতাকর্মীদের সতর্ক করে বলেন, ফ্যাসিবাদের দোসররা যেন আমাদের ভেতর ঢুকতে না পারে। তারা এখনো বিএনপিতে ভাঙন ধরাতে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। দ্রুততম সময়ে বর্তমান সরকারের কাছে জাতীয় নির্বাচনের দাবি জানান এ কেন্দ্রীয় নেতা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম ও শহিদুল বারী রবু, বিএনপি নেতা হাজী আনিসুর রহমান মুকুল।

বাঘারপাড়া উপজেলা ও পৌর বিএনপির এবং এর অংগ সংগঠনের আয়োজনে এবং কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার টিএস আয়ুবের নেতৃত্বে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে ব্যাপক প্রস্তুতি নিতে দেখা গেছে দলটিকে।

শনিবার উপজেলার বাঘারপাড়া ডিগ্রি মহাবিদ্যালয়ে আয়োজিত মাহফিলে বিকেল তিনটা থেকে যশোর জেলার বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা আসতে থাকেন। পাঁচটা বাজতে বাজতে মহাবিদ্যালয়ের মাঠটি জনসমুদ্রে পরিণত হয়। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম, সহসভাপতি মাস্টার শরাফত উদ্দিন, আনিসুর রহমান, গোলাম সরোয়ার, দাউদ হোসেন বিশ্বাস, শওকত হোসেন, মশিয়ার তরফদার, সোহরাব হোসেন, আব্দুল গফ্ফার, সাধারণ সম্পাদক শামছুর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান মিন্টু, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এএফএম আসলাম হোসেন, যুগ্ম সম্পাদক মাস্টার হুমায়ুন কবির, নাজুল আল মামুন শের, সাংগঠনিক সম্পাদক একলাস হোসেন, পৌর শাখার সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন, উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ হাফিজুর রহমান (ছোট), দফতর সম্পাদক জাহাঙ্গীর হোসেন, প্রচার সম্পাদক হাফিজুর রহমান, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক তোফাজ্জল হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক মদিনা বেগম, পৌর যুবদলের আহ্বায়ক হিরু আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি বিল্লাল হোসেন, সদস্য সচিব জাকির হোসেন সুহুদ, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক লাভলুর রহমান, কৃষক দলের সভাপতি মশিউল আযম, সাধারণ সম্পাদক আব্দুল মানিক, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাফিস ইকবাল ইছা প্রমুখ।