যথাযোগ্য মর্যাদায় ঝিকরগাছায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশের মধ্যেদিয়ে যশোরের ঝিকরগাছায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। ২৬ মার্চের প্রথম প্রহরে উপজেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকারের নেতৃত্বে উপজেলা মোড়স্থ শহীদ স্মৃতিস্তম্ভে পূষ্পার্ঘ অর্পনের মাধ্যেদিয়ে দিবসের কার্যক্রম শুরু হয়।

এরপর একে একে উপজেলা পরিষদ, উপজেলা বীর মুক্তিযোদ্ধা সংসদ, পৌর প্রশাসক ও সহকারী কমিশনার ভুমি নাভিদ সারওয়ারের নেতৃত্বে পৌরসভা, ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ বাবলুর রহমান খানের নেতৃত্বে পুলিশ বিভাগ, ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি সাবিরা নাজমুল মুন্নি ও সাধারন সম্পাদক ইমরান হাসান সামাদ নিপুনের নেতৃত্বে উপজেলা বিএনপি, পৌর বিএনপির সভাপতি রুহুল আমীন সুজন ও সাধারন সম্পাদক রাশিদুল মমিন সুজনের নেতৃত্বে পৌর বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুল আলীম, সেক্রেটারী নজরুল ইসলাম খানের নেতৃত্বে উপজেলা জামায়াতে ইসলামী, প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম ও সেক্রেটারী তরিকুল ইসলামের নেতৃত্বে ঝিকরগাছা প্রেসক্লাব শহীদ স্মৃতিস্তম্ভে পূস্পার্ঘ অর্পণ করে। এছাড়া বিভিন্ন বিভিন্ন রাজনৈতিক দল, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসহ বিভিন্ন সরকারী বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান পূস্পার্ঘ অর্পণসহ পৃথক পৃথক কর্মসূচী পালন করে।

কর্মসূচীর মধ্যেছিল সকালে জাতীয় পতাকা উত্তোলন, শহীদ স্মৃতিস্তম্ভে পূস্পার্ঘ অর্পণ, স্মরণসভা ও দোয়া মাহফিল। উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ কমপ্লেক্সে চত্তরে বীর মুক্তিযোদ্ধা ও থানার অফিসার ইনচার্জকে সাথে নিয়ে জাতীয় পতাকা উত্তেলন করেন নির্বাহী অফিসার। পরে বেলুন ও শান্তির প্রতীক কবুতর উড়িয়ে অনুষ্ঠাণের শুভ সুচনা করেন।

এসময় বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসার ও ফায়ার সার্ভিস মার্চপাস্ট শেষে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে বীর মুক্তিযোদ্ধাদের ফুলদিয়ে বরণ করে নেন উপজেলা নির্বাহী াফিসার ভুপালী সরকার।

এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নাভিদ সারওয়ার, থানার অফিসার ইনচার্জ বাবলুর রহমান খানসহ সকল সরকারী বেসরকারী দপ্তরের প্রধানগণ। বিশেষ দিবসের ইফতারী ও সেহেরীতে ঝিকরগাছা সরকারী শিশু পরিবার (বালক), এতিম খানা ও হাসপাতালে উন্নত মানের খাবার প্রদান করা হবে বলে জানাগেছে।