সাতক্ষীরায় ডাকাতি, ৩৫ ভরি সোনা লুট

0

সাতক্ষীরা সংবাদদাতা॥ সাতক্ষীরা সদর উপজেলার ছনকা গ্রামে গ্রিল কেটে বাড়ির লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ সাড়ে পাঁচ লাখ টাকাসহ প্রায় ৩৫ ভরি সোনার গহনা লুট করার অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে ছনকা গ্রামের শফিকুল ধাবকের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।

বাড়ির মালিক শফিকুল ধাবক জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে ৭/৮ জনের একদল ডাকাত তার বাড়ির গ্রিল ভেঙে ভেতরে ঢুকে পরিবারের সকল সদস্যকে অস্ত্রের মুখে জিম্মি করে। পরে ঘরে থাকা নগদ সাড়ে পাঁচ লাখ টাকা ও আনুমানিক ৩৫ ভরি সোনার গহনাসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। সব মিলিয়ে তার প্রায় ৫৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে বলে ধারণা করছেন তিনি।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামিনুল হক জানান, বাড়ির গ্রিল কেটে পরিবারের সদস্যদের জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। পুলিশ ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।