ইসরাইলি বর্বরতার বিরুদ্ধে সাতক্ষীরায় বিক্ষোভ

0

সাতক্ষীরা সংবাদদাতা॥ যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনে মুসলিমদের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শহর শাখা। শুক্রবার দুপুরে সাতক্ষীরা জেলা শহরের খুলনা রোড মোড়ের শহীদ আসিফ চত্বও থেকে বিক্ষোভ মিছিল বের করেন সংগঠনটির নেতাকর্মীরা।

বিক্ষোভ মিছিল শেষে এক সমাবেশে সাতক্ষীরা শহর শিবিরের সেক্রেটারি মেহেদী হাসানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশের ইসলাম ছাত্রশিবিরের সাতক্ষীরা শহর শিবিরের সভাপতি আল মামুন।

বিক্ষোভ মিছিলে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা শহর সেক্রেটারি খোরশেদ আলম, সাতক্ষীরা শহর শিবিরের সাবেক সভাপতি আবু তালেব ও আনিছুর রহমান,সাতক্ষীরা শহর শাখার অফিস সম্পাদক নূরুন্নবী, অর্থ সম্পাদক আরিফ বিল্লাহ, সাহিত্য সম্পাদক সাদ্দাম হোসেন প্রমুখ।