বাগআঁচড়ায় রহিমা হত্যা মামলার প্রধান আসামি অপু মোড়ল গ্রেফতার

0

শার্শা (যশোর) সংবাদদাতা ॥ শার্শা উপজেলার বাগআঁচড়ায় রহিমা খাতুন (৭৪) হত্যা মামলার প্রধান আসামি অপু মোড়লকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। গত বুধবার রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার অপু মোড়ল উপজেলা বাগআঁচড়া ইউনিয়নের পিঁপড়াগাছী গ্রামের আব্দুস সামাদ মোড়লের ছেলে।

পুলিশ জানায়, বাগআঁচড়ার রহিমা খাতুন হত্যা মামলার প্রধান আসামি নারায়ণগঞ্জ এলাকায় অবস্থান করছে, এমন গোপন খবরে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর শাহাদাৎ হোসেন ফোর্স নিয়ে ওই এলাকায় অভিযান চালিয়ে অপুকে গ্রেফতার করে শার্শা থানায় হস্তান্তর করেন।

শার্শা থানার অফিসার ইনচার্জ কে এম রবিউল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামিকে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হয়েছে।

উল্লেখ্য, গত ৪ ফেব্রুয়ারি পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটির একপর্যায়ে পিঁপাড়াগাছী গ্রামের মৃত নবীছদ্দীন গাজীর স্ত্রী রহিমা খাতুনকে (৭৪) পিটিয়ে হত্যা করেন একই গ্রামের আব্দুস সামাদ মোড়লের ছেলে অপু মোড়ল (৩০)।

এ ঘটনার পরপর হত্যাকারী ও তার পরিবারের লোকজন আত্মগোপনে চলে যায়। পরে এ ঘটনায় গত ৬ ফেব্রুয়ারি শার্শা থানায় একটি হত্যা মামলা দায়ের হয়।