যশোরে ভারতীয় নাগরিক আটক

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর সেনানিবাসের এমপি চেকপোস্টের সীমানা প্রাচীরের পাশ থেকে গত সোমবার সকালে রাহুল কুমার (৩০) নামে একজন ভারতীয় নাগরিককে আটক করেছে মিলিটারি পুলিশ। রাহুল ভারতের মুম্বাইয়ের খেলারীয়া এলাকার বিকাশ কুমারের ছেলে।

কোতয়ালি থানা সূত্রে জানা যায়, গত সোমবার সকালে রাহুল নামে ওই ভারতীয় নাগরিক সেনানিবাসের এমপি চেকপোস্টের সীমানা প্রাচীরের পাশে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিলেন। এ সময় মিলিটারি পুলিশ তাকে আটক করে। পরে খবর পেয়ে থানার এস.আই আব্দুর রাজ্জাক সেখানে গেলে তারা তাকে হস্তান্তর করেন।

আটক রাহুল কুমারের কাছে কোনো পাসপোর্ট ছিলো না। তিনি অবৈধ পথে এদেশে এসেছেন। এ কারণে তার বিরুদ্ধে থানায় মামলা করেছেন এস.আই আব্দুর রাজ্জাক।