ঝিকরগাছায় ধর্ষিতাকে আইনি সহায়তার আশ্বাস বিএনপির

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরের ঝিকরগাছায় সংঘবদ্ধ ধর্ষণের শিকার গৃহবধূর পাশে দাঁড়িয়ে মানসিক শক্তি ও সাহস যোগালেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। ধর্ষকদের বিচার নিশ্চিত করার জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সর্বোচ্চ আইনি সহায়তার আশ্বাস দেন তিনি।

গতকাল সোমবার সন্ধ্যায় তিনি ভুক্তভোগী নারীর পিত্রালয়ে যান। অধ্যাপক নার্গিস বেগমকে পেয়ে তিনি নির্যাতনের ঘটনার বর্ণনা দেন।

এসময় অধ্যাপক নার্গিস বেগম উপস্থিত সাংবাদিকদের বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা এখানে এসেছি। ধর্ষকের কোন হুমকি ধামকির কাছে ভুক্তোভোগীকে মাথা নত না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিএনপি কখনো অন্যায়কে প্রশ্রয় দেয় না। নির্যাতিত নিপীড়িত মানুষের পক্ষে বরাবরই বিএনপির অবস্থান।

এ ঘটনার সাথে জড়িতরা যে দলেরই হোক না কেন, কোন ছাড় দেওয়া হবে না। আমরা দলের পক্ষ থেকে ভুক্তোভোগীকে সর্বোচ্চ আইনি সহয়তা দেব। বিএনপিপন্থী কোন আইনজীবীকে এ ঘটনার ধর্ষকদের পক্ষে অবস্থান না নেওয়ার জন্য বিএনপির পক্ষ থেকে স্পষ্ট নির্দেশনা আছে। এই জাতীয় ঘটনায় ভুক্তোভোগীকে বিএনপির সব সময় আইনি সহায়তা দিয়ে আসছে। আমরা চাই এই ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হোক। যে কোন সমস্যায় ওই ভুক্তোভোগীর পাশে থাকার আশ্বাস দেন অধ্যাপক নার্গিস বেগম।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি সাবিরা নাজমুল মুন্নী, মনিরামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজিদুর রহমান সাগর, জেলা মহিলা দলের সম্পাদক মন্ডলীর সদস্য অ্যাড. মৌলুদা পারভিন, নগর বিএনপির সম্পাদক মন্ডলীর সদস্য অ্যাড. শামস এমরান প্রমুখ।