যশোর রেল বাজার ইজারাদার সাদিকে গুলি করে হত্যা

0

লোকসমাজ ডেস্ক।। যশোর শহরের রেল বাজার ইজারাদার মীর সাদিকে (৩৫)গুলি করে হত্যা করেছে দুবৃর্ত্ত। সে রেল গেট পঙ্গু হাসপাতাল এলাকার মীর শওকতের ছেলে।

সোমবার রাত পোনে ১২টার দিকে রেল গেট এলাকায় বেসরকারি  পঙ্গু হাসপাতালের সামনে তার বুকে গুলি করা হয় বলে জানিয়েছেন যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত ওসি কাজী বাবুল হাসান।

তিনি আরও জানান, বুকে একাধিক গুলিবিদ্ধ সাদিকে যশোর জেনারেল হাসপাতাল থেকে আশংকাজনক অবস্থায় ঢাকায় নেওয়ার মুহূর্তে রাত ১২টার পরপর অ্যাম্বুলেন্সের ভিতরে তার মৃত্যু হয়। মরদেহ জেনারেল হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে।

যশোর জেনারেল হাসপাতালের চিকিৎসক সাকিরুল ইসলাম জানান, বুকে দুটি গুলিবিদ্ধ হয়েছে সাদির। ঢাকায় নেওয়ার সময় তার মৃত্যু হয়।

যশোর ডিবি পুলিশের উপপরিদর্শক খান মাইদুল ইসলাম জানান, মোটরসাইকেলে বসে বাড়ি যাওয়ার পথে পঙ্গু হাসপাতালের সামনে সুমন ওরফে ট্যাটু সুমন নামে চিহ্নিত এক সন্ত্রাসী সাদিকে গুলি করে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

রেল বাজার নিয়ে কোন্দলে এ ঘটনা ঘটতে পারে বলে ধারনা করছে পুলিশ।

রাতে এ রিপোর্ট লেখার সময় পুলিশ ঘটনাস্থলে ছিল। তারা ঘটনাস্থলের সিসি ক্যামেরার ভিডিওচিত্র সংগ্রহের চেষ্টা করছিলেন। এছাড়া ঘটনায় জড়িতদের গ্রেফতারে তৎপরতা চালাচ্ছিল পুলিশ।
এসকে/মীর মঈন