শার্শার আ.লীগ নেতা তোতা ঢাকায় বিমানবন্দর থেকে আটক

0

বেনাপোল (যশোর) সংবাদদাতা॥ যশোরের শার্শা উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং শার্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির উদ্দিন তোতাকে সোমবার ভোরে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। আটকের পর তাকে শার্শা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। একইদিন তাকে চাঁদাবাজির একটি মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

শার্শা থানা পুলিশের ওসি রবিউল ইসলাম জানান, গোপনে দেশত্যাগের চেষ্টাকালে কবির উদ্দিন তোতাকে আটক করা হয়েছে। তিনি উপজেলার শ্যামলাগাছি গ্রামের মৃত বদরউদ্দিনের ছেলে।

থানার এস.আই উজ্জল হোসেন জানান, সোমবার ভোরে কবির উদ্দিন তোতাকে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়। তার বিরুদ্ধে নাশকতা ও চাঁদাবাজি মামলাসহ একাধিক মামলা রয়েছে।

তিনি আরও জানান, আওয়ামী লীগ সরকারের আমলে কবির উদ্দিন তোতা নানা ধরনের অপকর্মের সাথে জড়িত ছিলেন। ৫ আগস্টের পর তিনি আত্মগোপন করেছিলেন।

সোমবার তাকে আটকের পর ২০২৪ সালের ১২ সেপ্টেম্বরের একটি চাঁদাবাজি মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়াও অন্যান্য মামলায় তাকে শ্যোন অ্যারেস্টের আবেদন পাঠানোর প্রস্তুতি চলছে।