শার্শার গোগা ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত

0

বাগআঁচড়া (শার্শা) সংবাদদাতা॥ যশোরের শার্শা উপজেলা বিএনপির উদ্যোগে শনিবার গোগা ইউনিয়নে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন ও সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবুসহ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ইফতার ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।

নেতৃবৃন্দ বক্তব্যে বলেন, বিএনপির কোনো সদস্য বা নেতা কোন প্রকার মারামারি হানাহানি চাঁদাবাজি ও দখলবাজি এবং বিচারা আচার করতে পারবে না।

আরো বলেন, সরকারি টিসিবির চাউল ও বিভিন্ন পণ্য বণ্টন করা যাবে না। এগুলো প্রশাসন করবে। যদি কোন নেতাকর্মীরা এ ধরনের কাজে জড়িত থাকেন তাহলে তাকে দল থেকে বহিষ্কার করা হবে।

ইফতার মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক আব্দুল হামিদ সদ্দার, ২ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক তোফাজ্জেল হোসেন, ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক আলী হোসেন, যুবদলের আহবায়ক মোঃ মফিজুল ইসলাম মফিজ, মহিলা বিষয়ক সম্পাদক পারুল আক্তার প্রমুখ।