গানের শুটিং করতে গিয়ে আহত হৃতিক

0

লোকসমাজ বিনোদন ডেস্ক ॥ শুটিং সেটে আহত হয়েছেন বলিউডের ‘গ্রীক গড’ খ্যাত অভিনেতা হৃতিক রোশন। জুনিয়র এনটিআরের সঙ্গে আসন্ন ছবি ‘ওয়ার ২’-এর শুটিং চলছে তার। অ্যাকশন ঘরানার এই সিনেমার জন্য ভক্তরাও অধীর আগ্রহে অপেক্ষায়। চলতি বছরের অন্যতম আলোচিত সিনেমা এটি।

ভারতীয় সংবাদমাধ্যম এই সময়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, সিনেমার গানের দৃশ্যে অভিনয় করতে গিয়ে আঘাত পেয়েছেন হৃতিক। ওই দৃশ্যের মহড়ায় অংশ নিয়েছিলেন হৃতিক ও দক্ষিণী সুপারস্টার এনটিআর জুনিয়র। ওই সময় পায়ে আঘাত পান পর্দার কৃষ।

এদিকে হৃতিক আহত হতেই শুটিং বন্ধ করে দিয়েছেন সিনেমার পরিচালক। অন্যদিকে চিকিৎসক চার সপ্তাহ বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন হৃতিককে। অন্যথায় এই আঘাত থেকে বড় সমস্যা হতে পারে বলে দিয়েছেন সতর্কবার্তা।

সিনেমাটির আগের পর্ব হৃতিকের সঙ্গে ছিলেন টাইগার শ্রফ। এবার সঙ্গে নেওয়া হয়েছে এনটিআর জুনিয়রকে। দুজনের জমাটি নাচ আছে সিনেমায়। সে দৃশ্য ফুটিয়ে তুলতেই আহত অভিনেতা।

২০১৯ সালে মুক্তি পায় ‘ওয়ার’। সিনেমাটি পরিচালনা করেন সিদ্ধার্থ আনন্দ। তবে সিক্যুয়েল পরিচালনার দায়িত্ব পেয়েছেন অয়ন মুখোপাধ্যায়। চলতি বছর ১৪ আগস্ট মুক্তি পাবে সিনেমাটি।