চৌগাছায় এবার স্বামীর হাতে প্রাণ গেল স্ত্রীর

0

স্টাফ রিপোর্টার,চৌগাছা (যশোর) ॥ চৌগাছায় এবার স্বামীর হাতে খুন হয়েছেন স্ত্রী। এই হত্যার পেছনেও পারিবারিক দ্বন্দ্ব এমনটিই জানান এলাকাবাসী। হত্যাকান্ডটি ঘটেছে গতকাল সোমবার সকালে উপজেলার নারায়ণপুর গ্রামে। এ রিপোর্ট লেখা পর্যন্ত অভিযুক্ত স্বামী পলাতক বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার নারায়ণপুর গ্রামের আব্দার হোসেনের ছেলে সিজার ওরফে রাকিবের সাথে ১০/১২ বছর আগে পেটভরা গ্রামের নাজমা খাতুনের বিয়ে হয়। বিয়ের পর প্রথম স্ত্রীর পক্ষে একটি ছেলে সন্তান আছে। বিয়ের ৭/৮ বছর পর স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব শুরু হলে নাজমা পিতার বাড়ি চলে যান।

প্রথম স্ত্রীর সাথে দূরত্ব হবার কারণে সিজার ওরফে রাকিব কয়েক বছর আগে উপজেলা আন্দুলিয়া গ্রামে রেকসোনা খাতুনকে (২৫) বিয়ে করেন। বিয়ের পর কিছুদিন তাদের সংসার ভালো চলছিল বলে প্রতিবেশী কয়েকজন জানান। পরবর্তীতে প্রথম পক্ষের স্ত্রীর সন্তান নিয়ে রেকসোনার সাথে মাঝে মধ্যে ঝগড়াঝাটি ও কথাকাটাকাটি হতো। এতে পরিবারে দেখা দেয় অশান্তি। একপর্যায়ে সিজার প্রথম স্ত্রী নিয়ে ঢাকাসহ বিভিন্ন এলাকায় ঘর ভাড়া করে থাকতো এবং রাজমিস্ত্রির কাজ করে সংসার চালাতো। সম্প্রতি সে (সিজার) বাড়িতে এসেছে।

গতকাল সকাল ৮ টার দিকে প্রথম পক্ষের স্ত্রী ও সন্তান নিয়ে পুনরায় স্বামীর সাথে রেকসোনার ঝগড়া শুরু হয়। একপর্যায় দুজনার মধ্যে ব্যাপক কথাকাটি শুরু হলে স্বামী উত্তেজিত হয়ে বাঁশ লাঠি দিয়ে স্ত্রীকে মারধর করতে থাকে। আঘাতে স্ত্রী মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

গ্রামের চৌকিদার জামাত আলী জানান, প্রথম পক্ষের স্ত্রী ও সন্তান নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি হয়। বাঁশের লাঠির আঘাতে তার মৃত্যু হয়েছে। নারায়ণপুর ইউপি চেয়ারম্যান শাহীনুর রহমান শাহীন বলেন,পারিবারিক কলহে এই হত্যাকান্ডটি ঘটেছে।

থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে দ্রুত সেখানে থানা পুলিশ উপস্থিত হয়। যশোরের অতিরিক্ত পুলিশ সুপার ক-সর্কেল আহসান হাবিব ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মরদেহ উদ্ধার করে যশোর মর্গে পাঠানো হয়েছে। স্বামী সিজারকে আটকে পুলিশ ব্যাপক তৎপরতা শুরু করেছেন।

প্রসঙ্গত গত শনিবার ভোরে উপজেলার পাতিবিলা গ্রামে ছেলের হাতে পিতা খুন হন। দু দিনের ব্যবধানে স্বামীর হাতে প্রাণ গেল স্ত্রীর।