অন্তর্বর্তী সরকারের সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকারের হাতে দায়িত্ব হস্তান্তরের কথা

যশোরে জিয়া পরিষদের আলোচনা সভায় অধ্যাপক নার্গিস বেগম

0

স্টাফ রিপোর্টার ॥ ৩১ দফার আলোকে আগামীর বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা করেছে জিয়া পরিষদ যশোর জেলা শাখা। সোমবার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের সদস্য, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম।

এসময় তিনি বলেন, অর্ন্তবর্তীকালীন সরকার তালবাহানার মাধ্যমে ছয় মাস অতিবাহিত করেছে। তাদের অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে গঠিত নির্বাচিত জনগণের সরকারের হাতে দায়িত্ব হস্তান্তরের কথা। এখন সংস্কারের নামে অনেকে জাতীয় নাকি স্থানীয় নির্বাচন আগে হবে সেই বিতর্ক উঠাচ্ছে। কিন্তু এই ধরণের বিতর্ক যারা উঠাচ্ছে তাদের মধ্যে অসৎ উদ্দেশ্য কাজ করছে।

তিনি বলেন, আজকে যে পরিবর্তন হয়েছে এটি হঠাৎ করে হয়নি। বরফ গলাতে যেমন পানির প্রয়োজন হয়, তেমনই ১৭ বছর আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপি লড়াই সংগ্রাম করেছে। যে আওয়ামী লীগ সীমাহীন, নির্যাতন, নিপীড়ন, দুঃশাসনের মাধ্যমে দেশটা ভয়ের চাদরে ঢেকে রেখেছিল। এমন পরিস্থিতির মধ্য থেকে বিএনপি তার লক্ষ্যে অবিচল ছিল। দলের প্রতিটি কর্মী শির দাড়া সোজা রেখে দানব আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করেছিল। সুতরাং আজকে এই পরিবর্তনের কৃতিত্ব যারা অস্বীকার করতে চায়, তারাও আওয়ামী লীগের মত অন্যের কৃতিত্ব আত্মসাৎ করতে চায়।

অধ্যাপক নার্গিস বেগম আরও বলেন, জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করাই ছিল আওয়ামী লীগের চরিত্র। বিশ্বাসঘাতকরা সংবিধানে অসংখ্য অগণতান্ত্রিক উদ্দেশ্য মূলক সংশোধনী যুক্ত করে অসৎ উদ্দেশ্যে ক্ষমতা কুক্ষিগত করে। অবৈধভাবে ক্ষমতায় থেকে একের পর একে রাষ্ট্রের সকল প্রতিষ্ঠান ধ্বংস করে দেয়। প্রথমেই দেশের সীমান্তের অতন্দ্র প্রহরী বিডিআর হত্যাকান্ড ঘটায়। দেশের সার্বভৌমত্ব রক্ষার অতন্দ্র প্রহরীদের ধ্বংস করে সীমান্ত অরক্ষিত করে। এভাবে তারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব পর্যন্ত হুমকির মধ্যে ঠেলে দেয়।

আওয়ামী লীগ একে একে রাষ্ট্রের সকল কাঠামো ধ্বংস করে দিয়ে গেছে। এ অবস্থার মধ্য বিএনপি ২০২৩ সালে রাষ্ট্রকাঠামো মেরামতের জন্য ৩১ দফা উপস্থাপন করে। আগামীতে বিএনপি জনগণের ভোটে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে ৩১ দফার আলোকে রাষ্ট্র মেরামত করে জনগণের রাষ্ট্র জনগণের কাছে ফিরিয়ে দেওয়া হবে।

বিশেষ আলোচকের বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন। জিয়া পরিষদ যশোর জেলা শাখার সভাপতি (চলতি দায়িত্ব) অধ্যাপক ফিরোজা খাতুনের সভাপতিত্বে আলোচনায় সভায় বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাড. আজিজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম প্রমুখ। আলোচনা শেষে মাসউদ জামানের রচিত নাটক বাসর ঘর মঞ্চস্থ হয়।