গুজব ছড়ানোর অভিযোগে আ.লীগ নেতার টিকটকার ছেলে গ্রেফতার

0

স্টাফ রিপোর্টার ॥ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অন্তর্বর্তীকালীন সরকারকে বিতর্কিত করতে আওয়ামী লীগের পক্ষে টিকটকে গুজব প্রচারের অভিযোগে রায়হান রানা নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

রোববার ভোরে যশোর শহরতলীর শেখহাটির নিজ বাড়ি থেকে আটক করা হয়। আটক রায়হান রানা নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ ওসমান গনি তুষারের ছেলে।

এছাড়া একজন ইউপি মেম্বারসহ আরও ৩ জনকে গত শনিবার রাতে আটক করেছে পুলিশ। আটকরা হলেন, লেবুতলা ইউনিয়ন পরিষদের মেম্বার মাহবুব রহমান, ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আশিকুর আলম মিন্টু ও দলেন নগর গ্রামের নজিরুল ইসলামের ছেলে বাহারুল ইসলাম। রোববার আটক সকলকে নাকশতার মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

কোতয়ালি থানা পুলিশের ইনসপেক্টর (তদন্ত) কাজী বাবুল হোসেন জানান, আটক রায়হান রানা আওয়ামী লীগের দোসর। আওয়ামী লীগের পক্ষেস টিকটকের মাধ্যমে গুজব ছড়ানোর অভিযোগে তাকে আটক করেছেন তারা। রোববার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।