যশোরে গোল্ডেন বাইকের লুণ্ঠিত মালামাল উদ্ধার, ১৪ ডাকাত আটক

0

স্টাফ রিপোর্টার ॥ দলপতিসহ একটি বড় ডাকাত দলকে আটক করেছে যশোর পুলিশ। একাধিক অভিযান চালিয়ে মুন্সিগঞ্জ ও ঢাকা থেকে ডাকাত দলের ১৪ জনকে আটক করে ডিবি পুলিশ। তাদের কাছ থেকে যশোর উপশহরের গোল্ডেন বাইক ও চাঁচড়ার বাজার মোড় থেকে লুণ্ঠিত মালামাল উদ্ধার হয়েছে।

বুধবার বিকেলে যশোর জেলা পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে প্রেস ব্রিফিং এ তথ্য জানান দায়িত্বপ্রাপ্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নুর-ই-আলম সিদ্দিকী।

আটক ডাকাত দলের সদস্যরা হলেন, মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার রংনেহার এলাকার রহিম হোসেন ওরফে আমজাদের ছেলে বর্তমানে নারায়ণগঞ্জের শহিদ নগর এলাকার বাসিন্দ হিরা রহমান ওরফে বিজয় হোসেন, মাদারীপুরের শিবচর উপজেলার মুন্সিকান্দি গ্রামের মৃত আব্দুল লতিফ মোল্লার ছেলে আলমগীর হোসেন, ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার ইকুরিয়া গ্রামের দুদু মোল্লার ছেলে রবিন মোল্লা, মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার চকেরপাড়া গ্রামের সামছু মিয়ার ছেলে নজরুল ইসলাম, মুন্সিগঞ্জ সদর থানার ইসলামপুর গ্রামের মৃত আব্দুল হাসেমের ছেলে আমির হোসেন, নরসিংদীর বেলাবো উপজেলার আউয়ালীকান্দি গ্রামের সাদেক আলীর ছেলে রাকিব, নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা উপজেলার পাগলা গ্রামের মৃত জাকির হোসেনের ছেলে সোহেল, মুন্সিগঞ্জ সদর থানার কাশিমপুর গ্রামের মৃত মুকুল হোসেনের ছেলে জাহিদ, টঙ্গীবাড়ি উপজেলার টঙ্গীবাড়ি গ্রামের মোফাজ্জেল শেখের ছেলে আলমগীর শেখ, শরিয়তপুর সদরের কোটাপাড়া গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে বর্তমানে ঢাকার শ্যামপুর থানার পশ্চিম ধোলাইপাড় এলাকার বাসিন্দা ইউনুছ, মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার নওয়াপাড়া গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে বাবলু রহমান বাবু, নোয়াখালী জেলার সদর থানার মতিপুর গ্রামের আবুল মিয়ার ছেলে নিজাম উদ্দিন, মাদারীপুর সদর উপজেলার কাপালীকান্দি গ্রামের মৃত তোরাব আলী মাতুব্বরের ছেলে জুয়েল মাতুব্বর ও ফরিদপুর সদর উপজেলার পশ্চিম ভাষানচর গ্রামের মৃত শুকুর খানের ছেলে আব্দুল কাদের।

প্রেস ব্রিফিংয়ে বলা হয়, ডিবি পুলিশের একটি টিম বিভিন্ন তথ্যের ভিত্তিতে গত ৪ ফেব্রুয়ারি পদ্মা সেতুর জারিরা প্রান্তে ডাকাত দলকে মিনি ট্রাকে করে যেতে দেখে ব্যারিকেড দেয়। ডাকাত দল ওই সময় বরিশাল এলাকায় ডাকাতি করে ফিরছিলো। কিন্তু তারা ব্যারিকেড ভেঙে পালানোর চেষ্টা করলে ডিবি পুলিশ গাড়ি নিয়ে তাদের ধাওয়া করে। তখন ডাকাতরা ডাকাতি করে আনা ৭টি গ্যাস সিলিন্ডার ডিবি পুলিশের গাড়ি লক্ষ্য করে ছুঁড়ে মারে। এক পর্যায়ে ডাকাতরা এক্সপ্রেস ওয়ের ফাঁকা জায়গায় গিয়ে গ্যাস সিলিন্ডার ভর্তি মিনি ট্রাক ফেলে পালিয়ে যায়। পরে ডিবি পুলিশ সেখান থেকে গ্যাস সিলিন্ডারসহ মিনি ট্রাকটি জব্দ করে।

এরপর গত মঙ্গলবার দুপুরে ডিবি পুলিশ মাদারীপুরের শিবচর এলাকায় অভিযান চালিয়ে ডাকাত দলের সদস্য আলমগীর হোসেনকে আটক এবং তার কাছ থেকে ১টি কাটার ও দড়ি উদ্ধার করে। পরে তার স্বীকারোক্তিতে মুন্সিগঞ্জের সিরাজদিখান এলাকায় ডাকাত নজরুল ইসলামের গ্যারেজে অভিযান চালিয়ে তাকেসহ হিরা রহমান ওরফে বিজয় হোসেন, রবিন মোল্লা, রাকিব ওরফে ভাগ্নে রাকিব, সোহেল ও আমির হোসেনকে আটক করে। এ সময় সেখান থেকে ১টি কাটার, ১টি দা, ১টি সেলাই রেঞ্জ, ২টি গ্রান্ডিং মেশিন, ১টি পিকআপ, ২টি অক্সিজেন সিলিন্ডার, রড, ২টি ওয়াল্ডিং মেশিন ও গাড়ির ৩টি টায়ার উদ্ধার হয়।

নুর-ই-আলম সিদ্দিকী বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক সকলে যশোরের উপশহরের গোল্ডেন বাইকে ডাকাতি ছাড়াও গত ২৫ জানুয়ারি চাঁচড়া বাজার মোড়ের সবুজ মৎস্য খামার ও মৎস্য অক্সিজেন নামক দোকান থেকে ৫২টি অক্সিজেন সিলিন্ডার এবং গত বছরের ২২ ডিসেম্বর রাতে মুড়লি মোড়ের একটি দোকানের তালা ভেঙে ১৫ লাখ টাকার টায়ার চুরি করে নিয়ে যাওয়ার কথা স্বীকার করেন।

পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জুয়েল মাতুব্বরকে আটক এবং তার হেফাজত থেকে ৩০টি নতুন ও ৭টি পুরনো ব্যাটারি, আলমগীর শেখ ও জাহিদরেক আটক এবং তাদের হেফাজত থেকে ৩০টি ব্যাটারি, আব্দুল কাদেরকে আটক এবং তার হেফাজত থেকে ২৬টি অক্সিজেন সিলিন্ডার, বাবলু রহমান বাবুকে আটক ও পলাতক তোফাজ্জেল নামে আরও একজনের দোকান থেকে ১৬টি অক্সিজেন সিলিন্ডার উদ্ধার করা হয়।