চুয়াডাঙ্গার আলুকদিয়ায় জেলা আনসার-ভিডিপি সমাবেশ অনুষ্ঠিত

0

চুয়াডাঙ্গা প্রতিনিধি॥ চুয়াডাঙ্গার সদর উপজেলার আলুকদিয়ায় জেলা আনসার-ভিডিপি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) বেলা ১১টায় আনসার-ভিডিপি কার্যালয় চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা জেলা আনসার-ভিডিপি’র আয়োজনে ও জেলা কমান্ড্যান্ট ফারুক ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের উপ-পরিচালক নূরুল হাসান ফরিদী।

শারমিন আক্তারের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক শারমিন আক্তার ও ঝিনাইদহ জেলা কমান্ড্যান্ট মিজানুর রহমান।

সমাবেশ শেষে প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে স্বাবলম্বী ৩০ জন ভিডিপি সদস্যদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।