আজ জাতীয় শোক দিবস

0

 

স্টাফ রিপোর্টার ॥ আজ ১৫ আগস্ট। জাতীয় শোক দিবস। সাবেক রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবার সদস্যদের এই দিনে নৃশংসভাবে হত্যা করা হয়। ইতিহাসেরও বর্বর জঘন্যতম হত্যাকাণ্ড এটি।
১৯৭৫ সালের এই দিনে ঐতিহাসিক ধানমন্ডির ৩২ নম্বর বাড়িতে কিছু বিপথগামী সেনা সদস্যের বুলেটে বঙ্গবন্ধুসহ তার পরিবারের সদস্যরা নির্মম হত্যার শিকার হন। ইতিহাসের এই নারকীয় হত্যাকান্ডের আজ ৪৭ তম বার্ষিকী। সেদিন ঘাতকের বুলেটে বঙ্গবন্ধু ছাড়াও নিহত হন,তার স্ত্রী বেগম ফজিলাতুন নেছা মুজিব, ছেলে শেখ কামাল , শেখ জামাল , শিশু পুত্র শেখ রাসেল, ভাই শেখ আবু নাসের,পুত্রবধু সুলতানা কামাল, রোজী জামাল,ভাগ্নে শেখ ফজলুল হক মণি, তার আন্তসত্বা স্ত্রী আরজু মণি,ভগ্নিপতি আব্দুর রব সেরনিয়াবাত, শিশু বাবু, আরিফ খান, বঙ্গবন্ধুর দেহরক্ষী কর্ণেল জামিলসহ অনেকে। সেদিন দেশের বাইরে থাকার কারণে ভাগ্যচক্রে বেঁচে যান তার দুই কণ্যা শেখ হাসিনা ও শেখ রেহেনা। প্রতি বছর ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের গভীর শোক ও শ্রদ্ধায় স্মরণ করে জাতীয় শোক দিবস পালিত হয়। প্রতি বছর দিবসটি জাতীয় ভাবে পালন হয়ে আসছে। দিবসটি পালন উপলক্ষে সরকারের পাশাপাশি বাংলাদেশ আওয়ামীলীগের পক্ষ থেকে দেশব্যাপী নানা কর্মসূচি নেওয়া হয়েছে। সরকারের পাশাপাশি আধা সরকারি স্বায়ত্ব শাসিত প্রতিষ্ঠানসহ বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে কর্মসূচি পালন করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পন, দোয়া মাহফিল, দরিদ্রদের মাঝে খাবার বিতরণ,স্বেচ্ছায় রক্তদান। বিভিন্ন ধর্মীয় উপসানালয় গুলোতে ১৫ আগস্টের নিহতদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। জাতীয় শোক দিবস উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বাণী দিয়েছেন।