যশোরে রিকশা শ্রমিকদের শহীদ দিবস পালন শেখ হাসিনা হচ্ছে পৃথিবীর মধ্যে বড় স্বৈরাচার : অনিন্দ্য ইসলাম অমিত

0

স্টাফ রিপোর্টার ॥ দড়াটানা ভৈরব চত্বরে শহীদ স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন ও আলোচনার মধ্য দিয়ে পালিত হয়েছে রিকসা শ্রমিকদের শহীদ দিবস। ১৯৯০ সালের ৮ ফেব্রুয়ারি নিহত শহীদদের স্মরণে এ অনুষ্ঠান হয়। যশোর জেলা রিকশা-ভ্যান-শ্রমিক ইউনিয়ন, জাতীয়তাবাদী রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নসহ রিকসা চালকদের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

বেলা ১১টায় ভৈরব চত্বরে স্মরণসভা ও শ্রমিক সমাবেশ হয়। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা) বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত স্মরণসভা ও শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন। প্রধান অতিথির বক্তব্যে অনিন্দ্য ইসলাম অমিত শহীদদের আত্মার মাগফিরাত কামনা ও পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, স্বৈরাচার ও ফ্যাসিস্টরা ক্ষমতায় থাকলে রক্তপাত হয়। বিশেষ করে শ্রমিকদের প্রাণ যায়। ১৯৯০ সালে যখন রিকশাচালকরা শহীদ হয়েছেন ওই সময়ও শাসক ছিলেন এক স্বৈরাচার। দীর্ঘ ১৬ বছর ফ্যাসিস্টরা ক্ষমতায় ছিল তারাও স্বৈরাচার। শেখ হাসিনা হচ্ছে পৃথিবীর মধ্যে বড় স্বৈরাচার। তাদের আমলে যত শত শত ছাত্র-জনতা শহীদ হয়েছে তাদের ভেতরও শ্রমিক ছিল। সুতরাং যে কোন দাবি আদায় করতে গেলে শ্রমিকদের সংঘটিত শক্তির প্রয়োজন হয়।

তিনি বলেন, দেশে নির্বাচিত সরকার ক্ষমতায় না থাকলে চুরি, ছিনতাই হয় প্রতিনিয়ত। এখন তাই হচ্ছে। এ জন্য নির্বাচিত সরকার দরকার।

বিএনপি সব সময় শ্রমিকদের পাশে থাকে উল্লেখ করে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষণা করেছেন, জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় আসলে প্রত্যেক শ্রমিক পরিবারকে হাসপাতালের বিনামূল্যে চিকিৎসা নেয়ার জন্য কার্ড দেয়া হবে। মেয়েদের মাস্টার্স শ্রেণি পর্যন্ত বিনামূল্যে লেখাপড়া করার সুযোগ এবং সরকারিভাবে চাল, ডাল, চিনিসহ সাংসারিক খরচ মিটাতে পারিবারিক কার্ড দেয়া হবে।

আলোচনা শেষে শহীদ হারুনের স্ত্রী কোহিনুর বেগমের হাতে আর্থিক সহায়তা তুলে দেন অনিন্দ্য ইসলাম অমিত।

জেলা রিকসা-ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. শহিদুল ইসলাম রিপনের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভা ও শ্রমিক সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব ও পিপি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম আহ্বায়ক মো. দেলোয়ার হোসেন খোকন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা শ্রমিকদলের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আবু জাফর, সাধারণ সম্পাদক মোহাম্মদ সাহাবুদ্দিন, রিকসা-ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. খায়রুল ইসলাম।

এর আগে ৮ ফেব্রুয়ারির প্রথম প্রহরে জেলা রিকসা-ভ্যান শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি আ্ব্দুল জব্বার, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম রিপনসহ শ্রমিক নেতৃবৃন্দ স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।