শ্যামনগরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

0

শ্যামনগর( সাতক্ষীরা) সংবাদদাতা॥ শ্যামনগরে ট্রাকের ধাক্কায় হুমায়ুন কবির ওরফে হজরত আলী (৫৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার শ্যামনগর-কাশিমাড়ী সড়কের নকিপুরে মাস্টার নজরুল ইসলাম বাড়ি সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ইয়াছিন আরাফাত বলেন, হজরত আলী বাজার নিয়ে বাড়িতে ফিরছিলেন। এ সময় বিপরীত দিক হতে দ্রুতগামী একটি ট্রাক নকিপুর বাজারের দিকে আসছিল। মুক্তিযোদ্ধা মাস্টার নজরুল ইসলামের বাড়ির সামনের সড়কের বাঁকানো অংশে পৌঁছে সামনের দিক থেকে মোটরসাইকেলকে চাপা দেয় ট্রাকটি। এ সময় হজরত আলী রাস্তার পাশে ছিটকে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
শ্যামনগর হাসপাতালের জরুরি বিভাগের কর্মরত ডা. শাকির হোসেন জানান, হাসপাতালে আনার আগেই ঘটনাস্থল বা পথেই আহত হয়রত আলীর মৃত্যু হয়।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবীর মোল্লা জানান, ঘাতক ট্রাক ও চালককে আটক করা হয়েছে। তবে পরিবারের কোনো আপত্তি না থাকায় ও আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।