বাগেরহাটে এনডিএফের বিতর্ক উৎসব

0

স্টাফ রিপোর্টার, বাগেরহাট॥ বাগেরহাটে প্রথমবারের মতো এনডিএফ বিডি জেলা বিতর্ক উৎসব অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকালে ৯টি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও বিতার্কিকরা জড়ো হন শহরের শালতলার জেলা পরিষদ অডিটোরিয়ামের সামনে।
পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে বসুন্ধরা সিমেন্টের সহযোগিতায় ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ,বাগেরহাট জেলা শাখার আয়োজনে আনুষ্ঠানিকভাবে উৎসব শুরু হয়। বেলা বৃদ্ধির সাথে সাথে শিক্ষার্থী ও বিতার্কিকদের মিলনমেলায় পরিণত হয় এই উৎসব।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল আহসান।
অনুষ্ঠানে বক্তব্য দেন, ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান
এ কে এম শোয়েব, ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশের মহাপরিচালক এম আলমগীর, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আব্দুর রব চৌধুরী প্রমুখ।