২’য় দিনে জমে উঠেছে চৌগাছার ঐতিহ্যবাহি গুড় মেলা

উপচেপড়া ভিড়

0

মুকুরুল ইসলাম মিন্টু চৌগাছা।। যশোরেে চৌগাছার ঐতিহ্যবাহি গুড় মেলা জমে উঠেছে। আজ দ্বিতীয় দিনের মতো চলছে এই মেলা। সকাল থেকেই দর্শনার্থীদের পদচারনায় মেলা যেন মিলন মেলায় রুপ নিয়েছে।

মেলায় আগত গাছিরা জানিয়েছেন, গত দুই বছরের চেয়ে এবছর গুড়ের মেলায় লোকজনের পরিমাণ অনেক  বেশি যার কারণে বিচিকিনি বেশি হচ্ছে।

গুড় মেলার বিশেষ আকর্ষন হচ্ছে শীতের পিঠা। আগত দর্শনার্থীরা যেমন গুড় কিনছে তেমনি ভাবে পছন্দের পিঠার স্বাদ নিতেও ভুল করছেন না।

সব মিলিয়ে এবারের গুড় মেলা এ জনপদের মানুষের কাছে প্রানের এক মেলায় পরিনত হয়েছে।