সাদপন্থীদের নিষিদ্ধের দাবিতে যশোরে বিক্ষোভ সমাবেশ

0

 

স্টাফ রিপোর্টার ॥ রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশে তাবলীগের সাদপন্থীদের নিষিদ্ধ ঘোষণা, টঙ্গী বিশ্ব ইজতিমা ময়দানে ঘুমন্ত মুসল্লিদের ওপরে হামলা, নৃশংস হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে যশোরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল হয়েছে। শুক্রবার দুপুরে শহরের ভৈরব চত্বরে ওলামা মাশায়েখ ও দাওয়াত ও তাবলীগের সাথীবৃন্দের ব্যানারে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশ থেকে বাংলাদেশে তাবলীগের সাদপন্থীদের রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধের দাবি জানান বিক্ষোভকারীরা। গত ১৭ ডিসেম্বর ২০২৪ মঙ্গলবার গভীর রাতে ঢাকার টঙ্গী বিশ্ব ইজতিমা ময়দানে ঘুমন্ত মুসল্লিদের ওপর তাবলীগের সাদপন্থীদের হামলায় হতাহতের ঘঠনা ঘটে।
মিছিলপূর্ব বক্তব্যে ওলামা মাশায়েখ ও দাওয়াত ও তাবলীগের মুরুব্বীগণ বলেন, দাওয়াত ও তাবলীগের সুন্দর দ্বীনি মেহেনতটি ভারতের মৌলভী সাদের বিতর্কিত ভূমিকার কারণে আজ বহুদিন থেকে সমস্যায় জর্জরিত-সংকটে নিপতিত। সাদের অন্ধ অনুসরণকারীদের অজ্ঞতা, উগ্রতা, একগুঁয়েমি ও উশৃঙ্খলতার কারণে প্রশাসনের নানাবিধ উদ্যোগের পর এখনও সমস্যার সমাধানের ব্যবস্থা হয়নি।
ওলামাগণ ৬ দফা দাবি উত্থাপন করেন বিক্ষোভ সমাবেশ থেকে। এসব দাবির মধ্যে রয়েছে, রাতের অন্ধকারে তাবলীগের ঘুমন্ত নিরীহ মুসল্লিদের ওপর অতর্কিত হামলাকারী সাদপন্থী সন্ত্রাসীদের অবিলম্বে আগাম জামিন বাতিল করে দ্রুত গ্রেফতার ও শাস্তি নিশ্চিত করা, কাকরাইল মসজিদে প্রবেশ এবং টঙ্গী বিশ্ব ইজতিমার মাঠে সাদপন্থীদের কার্যক্রম স্থায়ীভাবে নিষিদ্ধ করা, যশোর জেলার বিভিন্ন অঞ্চল থেকে যেসব সাদপন্থী টঙ্গীর নৃশংস হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেছে তাদের বিরুদ্ধে মামলা গ্রহণ করে অনতিবিলম্বে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা, খুনি সাদপন্থীদের গডফাদার ওয়াসিফুল ইসলাম, তার ছেলে ওসামা ইসলাম, এরতেজা হাসান, আব্দুল্লাহ মনসুর, রেজা আরিফসহ খুনিদের সকল গডফাদারকে অনতিবিলম্বে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা, নৃশংস হত্যাকা-ে জড়িত ও ইন্ধনদাতা যেসব সাদপন্থী টঙ্গী ময়দানে খুন ও বর্বর হামলায় অংশ নিয়েছে তাদেরকে অনতিবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনা ও বৃহত্তর যশোর জেলা মার্কাজসহ জেলার সকল মসজিদে অবিলম্বে সাদপন্থীদের সকল কার্যক্রম নিষিদ্ধ করার দাবি জানানো হয়।
বক্তারা আরও বলেন, টঙ্গী ইজতিমার মাঠে বারবার হামলাকারী পথভ্রষ্ট সাদপন্থীদের বিরুদ্ধে সরকারের পক্ষ থেকে যদি কার্যকর পদক্ষেপ ও আশানুরূপ অগ্রগতি লক্ষ্য করা না যায় তাহলে কেন্দ্রীয় ওলামা মাশায়েখ বাংলাদেশ ও দাওয়াত ও তাবলীগের সাথীবৃন্দের ব্যানারে ঘোষিত আগামী ২৫ জানুয়ারি ওলামা সম্মেলন থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
মাওলানা আনোয়ারুল করীম যশোরীর সভাপতিত্বে মিছিল পূর্ব সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা আব্দুল মান্নান, হাফেজ মাওলানা বেলায়েত হুসাইন, মশিউর রহমান, মুফতি উমায়ের কাসেমী, মুফতি সফিউল্লাহ হাবিবী প্রমুখ।