ঋণ পরিশোধে ব্যর্থ: চুয়াডাঙ্গায় নারীকে বিআরডিবি কার্যালয়ে তালাবদ্ধ করে রাখার অভিযোগ

0

লোকসমাজ ডেস্ক ॥ চুয়াডাঙ্গার জীবননগরে ঋণ পরিশোধ করতে না পারায় নুরুন নাহার (৪৭) নামের এক নারীকে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) কার্যালয়ে তালাবদ্ধ করে আটকে রাখার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১০ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে জীবননগর উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত বিআরডিবি কার্যালয়ে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী নারী অভিযোগ করেন, তিনি ঋণের আংশিক টাকা পরিশোধ করতে চাইলেও বিআরডিবি কর্তৃপক্ষ পুরো টাকা দাবি করে এবং টাকা দিতে না পারায় তাকে অফিসের ভেতরে আটকে রাখে।

নুরুন নাহারের ছোট ছেলে জানান, তার মা অভাবের কারণে কিছুদিন আগে ৩ লাখ টাকা ঋণ নিয়েছিলেন। তারা ঋণ পরিশোধের জন্য প্রাথমিকভাবে ১০ হাজার টাকা দিতে চেয়েছিলেন এবং বাকি টাকা ধীরে ধীরে পরিশোধের কথা বলেছিলেন। কিন্তু বিআরডিবির কিস্তি সংগ্রহকারী আবেদা খাতুন পুরো টাকা দাবি করে তার মাকে অফিসে তালাবদ্ধ করে রাখেন। তিনি নিজেও তার মায়ের বদলে আটকে থাকতে চাইলেও আবেদা খাতুন তাতে কর্ণপাত করেননি।

এ বিষয়ে অভিযুক্ত বিআরডিবির মাঠ কর্মকর্তা আবেদা খাতুন জানান, নুরুন নাহার প্রায় ১৪ মাস আগে বিআরডিবি থেকে ৩ লাখ টাকা ঋণ নিয়েছিলেন এবং ৪ মাস আগেই তার ঋণের সময়সীমা শেষ হয়েছে। তিনি একাধিকবার তাগাদা দেওয়া সত্ত্বেও টাকা পরিশোধ করেননি এবং নানা অজুহাত দেখিয়ে সময়ক্ষেপণ করেছেন।

তার ঋণের দায় কেউ নিচ্ছে না, পরে ছেলের সঙ্গে কথা বলার পর কার্যালয়ের তালা খুলে দেওয়া হয় বলে তিনি জানান।

ঘটনার বিষয়ে জীবননগর বিআরডিবির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জামিল আখতার বলেন, খবর পেয়ে তিনি কার্যালয়ে যান এবং পুরো বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।