যশোরে কর্মশালা : যমুনা সেতু থেকে ভোমরা স্থলবন্দর পর্যন্ত ২৬০ কি.মি ‘ইকোনমিক করিডোর’ বিবেচনা করে সরকার

0

স্টাফ রিপোর্টার ॥ সিরাজগঞ্জের যমুনা সেতু থেকে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর পর্যন্ত ২৬০ কিলোমিটার দীর্ঘ এলাকাকে ‘ইকোনমিক করিডোর’ হিসেবে বিবেচনা করে সরকার। বিস্তৃত এই এলাকার ওপর দিয়ে যাওয়া মহাসড়ককে চার লেনে উন্নীত করা হচ্ছে। পাশাপাশি মহাসড়ক সংলগ্ন গ্রামীণ রাস্তাঘাটেরও উন্নয়ন করা হচ্ছে। এই প্রকল্প বাস্তবায়িত হলে দেশের অবহেলিত পশ্চিমাঞ্চলের অর্থনীতির ওপর বড় ধরনের ইতিবাচক প্রভাব পড়বে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ‘ওয়েস্টার্ন ইকোনমিক করিডোর অ্যান্ড রিজিওনাল ইনহ্যান্সমেন্ট প্রোগ্রাম (উইকেয়ার)’-এর অধীনে এই প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। প্রায় দুই হাজার ১৮১ কোটি টাকার এই প্রকল্প ২০২৭ সালের ২৭ জুনের মধ্যে শেষ হবে।
বৃহস্পতিবার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর যশোর কার্যালয়ে আয়োজিত এক কর্মশালায় এসব তথ্য জানানো হয়।
কর্মশালায় জানানো হয়, বিস্তৃত এই অঞ্চলের উপজেলা ও গ্রোথসেন্টারগুলোকে মহাসড়কের সঙ্গে যুক্ত করা হবে। মহাসড়কের কাজ করছে সড়ক ও জনপথ বিভাগ। আর গ্রামীণ সড়কের কাজ করছে স্থানীয় সরকার প্রকৌশল মন্ত্রণালয়।
এলজিইডি যশোরের নির্বাহী প্রকৌশলী আহমেদ মাহবুবুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারের পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এবিএম শওকত ইকবাল শাহীন এবং পরিচালক (যুগ্মসচিব) এসএম তারেক।
কর্মশালায় সরকারি কর্মকর্তা, উপকারভোগী, সংবাদকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
কর্মশালায় জানানো হয়, এই প্রকল্প লুটপাটের জন্য না। জীববৈচিত্র্য ও পরিবেশের ক্ষতি হয়Ñ এমন কোনো কাজ এই প্রকল্পের অধীনে করা হবে না। সেতু ও কালভার্ট নির্মাণের ক্ষেত্রে অবশ্যই জলাভূমির বিস্তৃতির বিষয়টি খেয়াল রাখা হবে।
চার লেনের মহাসড়কটি যশোর অংশে সেনানিবাসের ওপর দিয়ে গেছে। এইখানে জমির স্বল্পতা থাকায় উড়াল সড়ক করা হবে বলে কর্মশালায় জানানো হয়।