ফেসবুকে যোগাযোগে প্রেম, ব্লাকমেইলিংয়ের শিকার তরুণী থানায়

0

স্টাফ রিপোর্টার ॥ ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে তুলে এবং বিয়ের প্রস্তাব দিয়ে অশ্লীল ছবি উঠিয়ে ব্লাকমেইলিং করার অভিযোগে বাগেরহাটের এক যুবকের বিরুদ্ধে কোতয়ালি থানায় মামলা হয়েছে। মামলাটি করেছেন যশোরের নীলগঞ্জ সাহাপাড়ার এক তরুণী (১৯)।

অভিযুক্ত অনিক কুমার বোস বাগেরহাটের ফকিরহাট উপজেলার রাজপাট গ্রামের অমল কুমার বোসের ছেলে।
এজাহারে ওই নারী উল্লেখ করেছেন, বেশ কয়েকদিন আগে আশিকুর রহমান নামে একটি ফেসবুক আইডি থেকে তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়। তিনি তা গ্রহণ করেন।

এপর থেকে নিয়মিত তার সাথে মেসেঞ্জারে কথা হতো। তার সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক সময় সে বিয়ের প্রস্তাব দেয়। একাধিকবার ভিডিও কল দিয়ে শরীরের কাপড় খুলতে বাধ্য করতো। এই সুযোগে সে তার স্পর্শকাতর স্থানের ছবি ধারণ করে নেয়। পরে তিনি বিয়ের কথা বললে তাকে ঘোরাতে থাকে। পরে তিনি যোগাযোগ বন্ধ করে দিলে তার অফিসে ফোন করে এক সহকর্মীর কাছে মোবাইল নম্বর চায়। তার সহকর্মী ফোন নম্বর না দিলে তাকে আজেবাজে কথা বলে। গালিগালাজও করে।

গত ১৩ জানুয়ারি রাতে তিনি বাড়িতে ছিলেন। সে সময় তার হোয়াটসঅ্যাপ নম্বরে গোপনে ধারণকৃত অশ্লীল ছবি পাঠায়। তার ছবি ব্যবহার করে একটি ফেসবুক আইডি খোলে। এরপর তার সহকর্মীদের সংযুক্ত করে। ১৪ জানুয়ারি তার কাছে মেসেঞ্জারে মোটা অংকের টাকা দাবি করে। টাকা না দিলে ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। বর্তমানে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন।