যুগ্মসচিব জসিম উদ্দিনের ঝিকরগাছায় সার-বীজ বিতরণ কার্যক্রম পরিদর্শন

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ কৃষি মন্ত্রণালয়ের যুগ্মসচিব জসিম উদ্দিন যশোরের ঝিকরগাছায় সার, বীজ বিতরণ ও সেচ কার্যক্রম মনিটরিং করতে ঝিকরগাছায় আসেন। রোববার সকালে তিনি ঝিকরগাছা উপজেলায় বিএডিসি অনুমোদিত সার ও বীজ ডিলার মেসার্স খান এন্টারপ্রাইজ, বিসিআইসি সার ডিলার মেসার্স মুকুল ট্রেডার্স, গদখালীতে বিএডিসির সেচপাম্প ও ফুলের সেড পরিদর্শন করেন। এ সময় তার সাথে ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যশোর জেলা প্রশিক্ষণ অফিসার আবু তালহা, ঝিকরগাছা উপজেলা কৃষি অফিসার জাহাঙ্গীর আলম, উদ্ভিদ সংরক্ষণ অফিসার মফিজুর রহমান, উপসহকারী কৃষি অফিসার আইয়ুব হোসেন, অর্ধেন্দু পাড়ে, জাহিদ হোসেন, আফসানা খাতুন প্রমুখ।