ঘন কুয়াশায় আচ্ছাদিত চুয়াডাঙ্গা

0

রিফাত রহমান,চুয়াডাঙ্গা।। গোটা চুয়াডাঙ্গা জেলা ঘন কুয়াশায় আচ্ছাদিত রয়েছে । গতকাল রাত থেকে কুয়াশাচ্ছন্ন চুয়াডাঙ্গা। এ কারনে জনজীবনে স্থবিরতা বিরাজ করছে। শীতের তীব্রতা কিছুটা কমলেও শীতল বাতাসে জনজীবন থমকে গেছে। ২০ দিন পর এ জেলায় তাপমাত্রা কমে গেছে। শীতের কারনণ কর্মজীবন বাধাগ্রস্থ হচ্ছে। ২০২৪ সালের ১৯ নভেম্বর হতে এ জেলায় তাপমাত্রা কমতে থাকে। গত ১৯ দিনে চুয়াডাঙ্গার তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রীর ব্যবধানে ওঠানামা করছিলো।
চুয়াডাঙ্গা প্রথম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান , রোববার (৫ জানুয়ারী) সকাল ৯টায় এ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৮ শতাংশ। এদিন সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ। তাপমাত্রা আরো কমে যাওয়ার সম্ভবনা রয়েছে বলে তিনি জানান।
এলাকার বিভিন্ন মোড়ে মোড়ে ও চায়ের দোকানে শীত নিবারণের চেষ্টায় খড়কুটো জ্বালিয়ে উত্তাপ নিতে দেখা গেছে নিম্ন আয়ের মানুষদের। চুয়াডাঙ্গা শহরের প্রাণকেন্দ্র বড়বাজার চৌরাস্তার মোড়ে কাজের সন্ধানে আসা মানিক নামের এক শ্রমিক বলেন,খুব ঠান্ডা পড়ছে। ভোরে কাজের সন্ধানে বের হয়েছি। এখনো কাজ পায়নি। প্রচন্ড ঠান্ডায় কাঁপুনি ধরে যাচ্ছে। ঠান্ডা বাতাসে আরো বেশী শীত লাগছে। ঘর থেকে বেরুতে পারছিনা। কিন্তু পেটের দায়ে কাজের জন্য বের হতে হচ্ছে।
আরেক শ্রমিক মিজানুর রহমান বলেন, একদিন কাজে না আসলে বাড়ীতে চুলো জ্বলবে না। বাধ্য হয়েই এই তীব্র শীতের ভোরে কাজে এসেছি।
চুয়াডাঙ্গায় আরো কিছুদিন তাপমাত্রা নিম্ন পর্যায়ে থাকবে বলে জানিয়েছেন চুয়াডাঙ্গা আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান।