বিভিন্ন স্থানে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

0

লোকসমাজ ডেস্ক ॥ বিএনপির সহযোগী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে ১ জানুয়ারি। এদিন সকালে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠান হয়। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ছাত্রসমাজের অধিকার আদায়ের লক্ষ্যে ১৯৭৯ সালের ১ জানুয়ারি ছাত্রদল গঠন করেন। পরবর্তী সময়ে বিএনপির আন্দোলন-সংগ্রামের ‘ভ্যানগার্ড’ হিসেবে পরিচিতি পায় এ সংগঠন। আমাদের সংবাদদাতাদের পাঠানো বিস্তারিত

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা জানান, ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষ্যে ১ জানুয়ারি ঝিকরগাছায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের উদ্যোগে শোভাযাত্রার আগে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইমরান হাসান সামাদ নিপুন। উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আশরাফুল আলম রানার সভাপতিত্ব অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক ও সাবেক ছাত্রনেতা আশফাকুজ্জামান খান রনি। এসময় বক্তব্য রাখেন, বিএনপি নেতা রাশিদুল মমিন সুজন, ইসমাইল হোসেন সোহাগ, উপজেলা যুবদলের আহ্বায়ক মোনাজ্জেল হোসেন লিটন, সদস্য সচিব নাজমুল হক নাজু, যুগ্ম-আহ্বায়ক তরিকুল ইসলাম, পৌর যুবদলের আহ্বায়ক আরাফাত হোসেন কোমল, সদস্য সচিব মইনুল ইসলাম জনি, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শাহিন আলম বিপ্লব, যুগ্ম-আহ্বায়ক মোস্তাক হোসেন মোবারক অমি, কলেজ ছাত্রদলের আহ্বায়ক আল রেজা সাগর, সদস্য সচিব তানভির হোসেন চয়ন।

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) জানান, বর্ণাঢ্য আয়োজনে মনিরামপুরে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বুধবার সকালে পৌর শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মফিজুর রহমান, মুক্তিযোদ্ধা আক্তার হোসেন খান, অ্যাডভোকেট মকবুল ইসলাম, পৌর সাধারণ সম্পাদক আব্দুল হাই, সদর ইউপি চেয়ারম্যান নিস্তার ফারুক, সন্তোষ স্বর, খান শফিয়ার রহমান, ফারুক হোসেন,পৌর যুবদলের আহ্বায়ক আব্বাস উদ্দিন, মুক্তার হোসেন, আইয়ুব আলী, ছাত্রদলের আহ্বায়ক ওলিয়ার রহমান, যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন ফয়সাল, পৌর আহ্বায়ক কামরুজ্জামান, যুগ্ম আহ্বায়ক আবু মুসা আল নাঈম, কলেজ ছাত্রদলের সদস্য সচিব ইমামুল হাসান ইমন, আবু সাইদ অমিসহ উপজেলার বিভিন্ন শাখার ছাত্রদলের নেতৃবৃন্দ।

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) জানান, ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চৌগাছায় বর্ণাঢ্য শোভাযাত্রা হয়েছে। বুধবার সকালে উপজেলা ও পৌর ছাত্রদলের উদ্যোগে বাজারের ধনী প্লাজার সামনে হতে এটি বের হয়ে তা বাজারের প্রধন প্রধান সড়ক ঘুরে ধনী প্লাজায় এসে শেষ হয়। এতে উপজেলা ছাত্রদলের আহবায়ক জসিম উদ্দিন, সদস্য সচিব ইমন হাসান রকি, পৌর ছাত্রদলের আহবায়ক হাকিম রেজা, কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক মোবারক হোসেন, সদস্য সচিব রাবিক হোসেন, ছাত্রনেতা সরোয়ার হোসেন, সাদ্দাম হোসেন, দেলোয়ার হোসেন, ইমদাদুল হক, আবু রায়হান, আব্দুর রাজ্জাক, শিহাব হোসেন, মারুফ হোসেন প্রমুখ অংশগ্রহণ করেন। এদিকে বুধবার বিকেলে চৌগাছা সরকারি শাহাদৎ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে যশোর জেলা ছাত্রদলের সহসাধারণ সম্পাদক মাজিদুল ইসলামের নেতৃত্বে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। ছাত্রদল উপজেলা শাখার নেতা ইমরান নাজির, যশোর জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আল আমিন ইসলাম তুহিন, সহসাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, মো. বাবু, সহসভাপতি আল আমিন হোসেন, সহসাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন, উপজেলা ছাত্রদল নেতা রিয়াজ হোসেন, আপন মাহমুদ, সানভির রহমান, সজীব হেসেন, আব্দুল্লাহ, টিপু সুলতান, মিঠু, মঈনউদ্দিনসহ ছাত্রদলের বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর) জানান, অভয়নগরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়েছে। বুধবার সকালে অভয়নগর থানা, নওয়াপাড়া পৌর ও কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে যশোর-খুলনা মহাসড়কে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শেষে বক্তব্য দেন, যশোর জেলা ছাত্রদলের সহসভাপতি আকরাম আক্তার কোরাইশি পাপ্পু, যুগ্ম সম্পাদক রিফাত গোলদার, নওয়াপাড়া পৌর ছাত্রদলের আহবায়ক আসাদুজ্জামান ইমন, সিনিয়র যুগ্ম আহবায়ক নয়ন হোসেন, যুগ্ম আহবায়ক আবু সুফিয়ান, কলেজ ছাত্রদলের সদস্য সচিব আরশাদুল ইসলাম, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক রুবেল হোসেন, থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মো. ইউসুফ, যুগ্ম আহবায়ক এসএম মামুন, মো. হাবিবুল্লাহ, পৌর শাখার যুগ্ম আহবায়ক রিংকু, সদস্য আজাদ, রাজু বিশ্বাস প্রমুখ। এদিকে বিকেলে অপর একটি শোভাযাত্রা বের করা হয়। বক্তব্য রাখেন, থানা ছাত্রদলের আহবায়ক নাঈম উদ্দীন বিজয়, সদস্য সচিব তকিবুর রহমান, পৌর ছাত্রদলের সদস্য সচিব ফয়সাল হোসেন, কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সালমান আব্দুল্লাহ, সদস্য রেজোয়ান হোসেন, পৌর ছাত্রদলের সদস্য যোবায়ের বচ্চন, ছাত্রদল নেতা সাজ্জাদ হোসেন, মেহেদী হাসান, ইমরান হোসেন, বোরহান কবির, সোয়েব আক্তার, সুমন আহম্মেদ, নয়ন হোসেন, ছাব্বির আহম্মেদ, শেখ ইসমাঈল, সাব্বির গাজী, রুবেল হোসেন, সজিব হোসেন প্রমুখ।
স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) জানান, এ উপলক্ষে গতকাল বুধবার বিকেলে কেশবপুর ছাত্রদলের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। এটি বিএনপি কার্যালয় থেকে শুরু হয়ে কেশবপুর শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ও থানা বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদ, পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ বিশ্বাস, থানা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম, থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির বিশ্বাস, হুমায়ুন কবির, থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামছুল আলম বুলবুল, সদস্য সচিব বাবুল রানা বাবু, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইকবাল হোসেন, থানা ছাত্রদলের আহ্বায়ক আজিজুর রহমান আজিজ, সদস্য সচিব মোস্তাফিজুর রহমান, পৌর ছাত্রদলের আহ্বায়ক খায়রুল ইসলাম, সদস্য সচিব মনিরুল ইসলাম, কলেজ ছাত্রদলের আহ্বায়ক রাহাতুল ইসলাম সুজন, সদস্য সচিব ফরহাদ হোসেন প্রমুখ।

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ জানান, বর্ণাঢ্য আয়োজনের বুধবার ঝিনাইদহে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে সকালে জেলার বিভিন্ন প্রান্ত থেকে ও পৌরসভার পাড়া- মহল্লা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে শহরে সমবেত হন ছাত্রদলের নেতাকর্মীরা। পরে একটি শোভাযাত্রা উজির আলী স্কুল মাঠ থেকে শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে। শেষে এক সমাবেশে বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, বিএনপি নেতা সাজেদুর রহমান পাপপু, মুন্সি কামাল আজাদ পাননু, আব্দুল মজিদ বিশ্বাস, আলমগীর হোসেন, যুবদল নেতা আশরাফুল ইসলাম পিন্টু, জেলা ছাত্রদলের সভাপতি সোমেনুজ্জামান, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিক, বখতিয়ার মাহমুদ, আব্দুস সালাম, আরিফুল ইসলাম আনন প্রমুখ।

কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা জানান, ঝিনাইদহের কালীগঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে পৃথকভাবে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। কালীগঞ্জ উপজেলা, পৌর ও কলেজ শাখার আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি পালন করে ছাত্রদল। ছাত্রদলের এক অংশের কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ। অপর অংশে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক হামিদুল ইসলাম হামিদ। কালীগঞ্জ শহরের সরকারি ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের আহবায়ক মাসুম বিল্লাহ, সদস্য সচিব মৌসুম উদ্দিন শোভন, জেলা ছাত্রদলের সহসভাপতি শুভ আহমেদ জনি, পৌর ছাত্রদলের আহবায় জুয়েল রানা প্রমুখ।
হাসপাতাল রোডের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সহসভাপতি শিপুল খান, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক এশফাকুর রহমান শফিক, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আবু তাহের হিরু, যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিব, রাকিব হোসেন, শাওন আহমেদ প্রমুখ ।

মহেশপুর(ঝিনাইদহ)সংবাদদাতা জানান, ঝিনাইদহের মহেশপুরে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ছাত্রদলের আহবায়ক কামরুল হাসান রতনের সভাপতিত্বে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান রনি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি আমিরুল ইসলাম খান চুন্নু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দবির উদ্দীন বিশ্বাস, সংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সোহাগ খান, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আব্দুল মালেক, পৌর ছাত্রদলের সদস্য সচিব রাজিম উদ্দীন প্রমুখ।