যশোরে অস্ত্র-গুলিসহ যবিপ্রবির সাবেক নৈশ প্রহরী বাদল ও তার ভাই আটক

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে অস্ত্র-গুলি, বোমা তৈরির সরঞ্জাম ও ধারালো অস্ত্রসহ যবিপ্রবি’র সাবেক নৈশ্য প্রহরী চিহ্নিত বাদল (৩৫) ও তার ভাই শাহিনুর হোসেনকে (৩৩) আটক করেছে যৌথবাহিনী। আটকরা সদর উপজেলার ঝাউদিয়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।
কোতয়ালি থানা পুলিশের এসআই আব্দুর রাজ্জাক জানান, গত ১৭ ডিসেম্বর দিবাগত রাতে গোপন সূত্রে সংবাদের ভিত্তিতে বাদলের বাড়িতে অভিযান চালায় যৌথবাহিনীর। এ সময় যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে বাদল ও তার ভাই শাহিনুর পালানোর চেষ্টা করলে সাথে সাথে তাদেরকে আটক করা হয়। আটকের পর বাদলকে জিজ্ঞাসাবাদ করা হলে তার কাছে অস্ত্র আছে বলে তিনি স্বীকার করেন। পরে তার ঘরের খাটের নিচ থেকে ৪ রাউন্ড গুলি ও ২টি ম্যাগজিন, ১টি পিস্তল, ২টি হাসুয়া, ১টি চাইনিজ কুড়াল এবং বোমা বানানোর বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। এই ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে। গত বুধবার তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। সূত্র জানায়, আটক বাদলের বিরুদ্ধে ৪টি ও তার ভাই শাহিনুরের বিরুদ্ধে কোতয়ালি থানায় ৫টি মামলা রয়েছে।