মনিরামপুরে ব্যবসায়ী লাশ উদ্ধার : পরকীয়াকে কেন্দ্র করে হত্যা, নারীসহ ৪ জন পুলিশ হেফাজতে

0

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর)॥ মনিরামপুরে ব্যবসায়ী জহুরুল হত্যার ঘটনায় স্ত্রী সায়ফুন্নাহার বৃহস্পতিবার মনিরামপুর থানায় অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করেছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে এক নারীসহ চারজনকে থানা হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এলাকার বেশ কয়েকটি সূত্র জানিয়েছে, শ্যামনগর এলাকার একজন ঘাট শ্রমিকের স্ত্রীর সাথে পরকীয়া সম্পর্কের জের হিসেবে জহুরুল হত্যাকান্ডের শিকার হতে পারেন। জানা গেছে, ওই ঘাট শ্রমিকের স্ত্রীর সাথে প্রথমে পরকীয়া সম্পর্ক ছিল এলাকার শফিকুল ইসলাম নামে এক যুবকের। পরবর্তীতে ওই নারীর সাথে পরকীয়া গড়ে তোলেন স্যানিটারি ব্যবসায়ী জহুরুল। এ নিয়ে গোপনে জহুরুলের সাথে শফিকুলের বিবাদ দেখা দেয়। সম্প্রতি শফিকুল জহুরুলকে ফোনে হুমকিও দেন বলে জানা গেছে।
মামলার তদন্তকারী অফিসার এসআই অমিত কুমার দাস জানান, প্রাথমিক তদন্তে তিনি জানতে পেরেছেন পরকীয়াকে কেন্দ্র করে জহুরুলকে পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। আর এ ঘটনায় জড়িত থাকার সন্দেহভাজন হিসেবে ওই নারীসহ চারজনকে থানা হেফাজতে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নারী ছাড়াও যে তিনজনকে আনা হয়েছে তারা হলেন শ্যামনগর গ্রামের শফিকুল ইসলাম, বাটবিলা গ্রামের ইলিয়াস হোসেন ও উজ্জ্বল কুমার মণ্ডল।
মনিরামপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) নূর মোহাম্মদ গাজী জানান, থানা হেফাজতে ওই চারজনকে জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদে হত্যাকান্ডে সম্পৃক্ততার কোনো তথ্যপ্রমাণ পাওয়া গেলে এরাই হতে পারে মামলার আসামি।
উল্লেখ্য, উপজেলার খানপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের খোরশেদ আলী সানার ছেলে দুই সন্তানের জনক জহুরুল ইসলাম মঙ্গলবার রাত আটটার দিকে কোনাকোলা বাজারে তার স্যানিটারি দোকান বন্ধ করে মোটরসাইকেলে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। কিন্তু তিনি রাতে বাড়িতে ফেরেননি। স্থানীয়রা বুধবার সকাল ছয়টার দিকে বাটবিলা সড়কের পাশে জহুরুলের রক্তাক্ত মৃতদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহ ও মোটরসাইকেলটি উদ্ধার করে।