নওয়াপাড়ায় ৭৪০ বস্তা সারসহ ট্রাক উল্টে চালক আহত

0

স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর)॥ যশোরের নওয়াপাড়ায় ইউরিয়া সার বোঝাই ট্রাক উল্টে ড্রাইভার গুরুতর আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে উপজেলার যশোর -খুলনা মহাসড়কের ভাঙ্গাগেট নামক এলাকায়। ট্রাকে আকিজ গ্রুপের ৭৪০ বস্তা সরকারি ইউরিয়া সার ছিল। আকিজ গ্রাপের প্রতিনিধি সাদিকুর রহমান জানান, আমাদের এই ট্রাকটি ফুলতলা লন্ডন ঘাট থেকে ৭৪০ বস্তা সার বোঝাই করে উত্তরাঞ্চলের পার্বতীপুরের উদ্দেশ্যে রওনা হয়। পতিমধ্যে ভাঙ্গাগেট এলাকায় দুর্ঘটনার শিকার হয়েছে।