কৃষকনেতা সাইফুল্লাহ লস্করের মৃত্যুবার্ষিকী পালিত

0

বৃহস্পতিবার কৃষকনেতা সাইফুল্লাহ লস্করের ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে সাতক্ষীরা জেলার কাটিয়া লস্করপাড়ার সমাধিস্থলে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এ সময় প্রয়াতের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন ও শপথ পাঠ করা হয়। শপথ পাঠ করান বিএম শামীমুল হক। এরপর সাতক্ষীরা শহীদ আসিফ চত্বরে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি হাফিজুর রহমানের সভাপতিত্বে এক স্মরণসভায় বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম-সম্পাদক অধ্যাপক তাপস বিশ্বাস, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক সম্পাদক গিয়াস উদ্দিন, খুলনা জেলার সাধারণ সম্পাদক নিবিড় কান্তি বিশ্বাস মিঠু, সাতক্ষীরা জেলার অন্যতম নেতা আসাবুর রহমান, এনডিএফ খুলনা জেলা সভাপতি আবুল হোসেন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ খুলনা জেলার সাধারণ সম্পাদক নাজিউর রহমান নজরুল, এনডিএফ যশোর জেলার সভাপতি আশুতোষ বিশ্বাস, গণতান্ত্রিক মহিলা সমিতি খুলনা জেলা সভাপতি খাদিজা বেগম, জাকির হোসেন লস্কর প্রমুখ। পরিচালনা করেন কেন্দ্রীয় যুগ্ম-সম্পাদক বিএম শামীমুল হক।বিজ্ঞপ্তি।