শালিখায় নিতাই রায় চৌধুরী, আওয়ামী লীগ গণতন্ত্রকে হত্যা করেছে মানুষের ভোটারাধিকার কেড়ে নিয়েছে

0

শালিখা (মাগুরা) সংবাদদাতা ॥ বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী অ্যাড. নিতাই রায় চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ গণতন্ত্রকে হত্যা করেছে, মানুষের আশা আকাক্সক্ষাকে হত্যা করেছে। মানুষের ভোটারাধিকার কেড়ে নিয়েছে। এক নায়কতন্ত্র কায়েম করে, ভোট ডাকাতি করে ক্ষমতায় এসে এমপি-মন্ত্রী হয়েছিল। এখন শেখ হাসিনা দেশকে লুণ্ঠন করে পালিয়েছে। তার মন্ত্রী-এমপি, এমনকি উপজেলা চেয়ারম্যানরাও পালিয়েছে।
নিতাই রায় চৌধুরী বলেন, লুটপাট করে পালানো আওয়ামী লীগের পুরনো অভ্যাস। এরা আর ফিরে আসবে না। মানুষকে তারা এমন নির্যাতন করেছে যে, তারা আর ফিরে আসতে পারবে না।
গতকাল বৃহস্পতিবার বিকেলে শালিখা উপজেলার ধনেশ্বরগাতী ইউনিয়নের তিলখড়ি গ্রামে অভিযান মতুয়া সম্প্রদায়ের ভক্তোৎসব উপলক্ষ্যে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন৷
সভায় সভাপতিত্ব করেন সরন মণ্ডল । বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক আনিচুর রহমান মিল্টন মুন্সী, সদস্য সচিব মনিরুজ্জামান চকলেট, যুগ্ম আহ্বায়ক মোতালেব হোসেন শিকদার, উপজেলা যুবদলের সদস্য সচিব নয়নুজ্জামান নয়ন, ইউপি চেয়ারম্যান হোসাইন শিকদার প্রমুখ।