যশোরে চালকের গলায় ফাঁস দিয়ে রিকশা ছিনতাই

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরতলীর ঝুমঝুমপুরে চালকের গলায় ফাঁস দিয়ে রিকশা কেড়ে নিয়ে গেছে দুষ্কৃতিকারীরা। মঙ্গলবার রাতে ঝুমঝুমপুর ময়লাখানা বালিরগর্তের কাছে এ ঘটনা ঘটে। ছিনতাইকারীরা চালকের গলায় গামছা পেঁচিয়ে হত্যার চেষ্টা চালায়। এরপর তারা রিকশা নিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় রবিউল ইসলাম (৩২) নামে ওই রিক্সা চালককে হাসপাতালে ভর্তি করেছে স্থানীয়রা।
রবিউল ইসলাম অভয়নগর উপজেলার গুয়োখোলা গ্রামের জাহাঙ্গীর মোল¬ার পুত্র। রবিউল ইসলাম জানিয়েছেন, তিনি ঝুমঝুমপুর এলাকায় ভাড়া থাকেন এবং রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন। রাত ৯ টার দিকে যশোর শহরের দড়াটানা থেকে দুইযাত্রীকে ঝুমঝুমপুর বালিখোলায় নিয়ে যান। বালি খোলা মেহগনিবাগানের কাছে যাওয়া মাত্রই দুই যাত্রী রিকসা দাঁড় করায়। সেখানে আরো দুজন অবস্থান করছিল। তারা ৪জন মিলে গলায় গামছা পেঁচিয়ে ধরে। একপর্যায়ে রবিউল ইসলাম অজ্ঞান হয়ে পড়লে ওই ছিনতাইকারীরা তার চার্জার রিকশা নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন পড়ে থাকতে দেখে রবিউল ইসলামকে উদ্ধার করে রাতে যশোর ২৫০ শয্যাহাসপাতালে ভর্তি করে।
ডা. তামান্না জানান, তার অবস্থা গুরুত্বর। গলায় ফাঁসের কারনে চোখ মুখ দিয়ে রক্ত বের হয়েছে।