সাফ জয়ী তিন নারী ফুটবলারকে সাতক্ষীরায় সংবর্ধনা

0

সাতক্ষীরা সংবাদদাতা॥ লালগালিচা আর জমকালো আয়োজনে সাফ জয়ী সাতক্ষীরার কৃতী তিন নারী ফুলবলার অধিনায়ক সাবিনা, মাসুরা ও আফঈদাকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার সকালে সাতক্ষীরা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার যৌথ আয়োজনে তাদের গণসংবর্ধনা দেওয়া হয়।
সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদের সভাপতিত্বে অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মনিরুল ইসলাম, সংবর্ধিত অতিথি সাতক্ষীরার কৃতী অধিনায়ক ও মিডফিল্ডার সাবিনা খাতুন, দুই ডিফেন্ডার মাছুরা পারভীন ও আফঈদা খন্দকার প্রান্তি।
সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল ও সাবেক ফিফা রেফারি তৈয়েব হাসান বাবুর সঞ্চলনায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক সৈয়দ ইফতেখার আলী, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ আবুল হাসেম, মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু, আফঈদা খন্দকার প্রান্তির পিতা খন্দকার আরিফ হাসান পিন্স, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক মীর তাজুল ইসলাম রিপন, ক্রীড়া সংস্থার আইনুল ইসলাম নান্টা।
গণসংবর্ধনা পেয়ে আফঈদা খন্দকার প্রান্তি বলেন, যখনই আমরা ভালো খেলা করে সফলতা অর্জন করি তখনই সাতক্ষীরার মানুষ আমাদেরকে সংবর্ধনা দিয়ে উৎসাহিত করেন। এটি আমাদের জন্যে অনেক গর্বের।