যশোরে সুখ্যাত বিচারক শিমুল কুমার বদলি, সংবর্ধনা

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে একদিনে অর্ধশতাধিক মামলার রায় ঘোষণা করে সুখ্যাত বিচারক শিমুল কুমার বিশ্বাসকে চুয়াডাঙ্গা জেলায় চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি করা হয়েছে। গত ১০ নভেম্বর আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব (প্রশাসন) এ এফএম গোলজার রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে বদলির এই আদেশ দেওয়া হয়।
গতকাল বৃহস্পতিবার যশোর বিচার বিভাগের পক্ষ থেকে বিচারক শিমুল কুমার বিশ্বাসকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়। যশোরের সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ নাজমুল আলমের সভাপতিত্বে বিদায় অনুষ্ঠানে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফাহমিদা জাহাঙ্গীরসহ জজশিপ ও ম্যাজিস্ট্রেসির সকল বিচারক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
আদালত সূত্র জানায়, বিচারক শিমুল কুমার বিশ্বাস ২০১৯ সালের ৮ মে যশোরের যুগ্ম জেলা ও দায়রা জজ হিসেবে যোগদান করেন। যশোরে তিনিই প্রথম বিচারক যিনি লঘু অপরাধের বিষয় বিবেচনা করে অপরাধীকে সংশোধনের সুযোগ দিয়েছেন। অপরাধীদের প্রবেশন কর্মকর্তার অধীনে রেখে অপরাধ জগত থেকে বেরিয়ে আসার সুযোগ দিয়েছেন। এ সুযোগ পেয়ে অনেকেই অপরাধ ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন। এছাড়া যশোর আদালতে বিচারাধীন মামলার জট কমাতে তিনি প্রশংসনীয় ভূমিকা পালন করেছেন। তিনি প্রথম বিচারক যিনি একদিনে অর্ধশতাধিক মামলার রায় ঘোষণা করে রেকর্ড গড়েছেন। তিনি ৩ হাজার ৭৬৬ টি মামলার নিষ্পত্তি করেন। তার এ কাজের ধারাবাহিকতায় তিনি পদোন্নতি পেয়ে যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৭ম আদালতের দায়িত্ব পান। ২০২২ সালের ২৯ সেপ্টেম্বর থেকে চলতি বছরের ১৪ নভেম্বর পর্যন্ত তিনি এই আদালতে ৮৮৬টি মামলা নিষ্পত্তি করেন। যশোরে তিনি দুই আদালতের দায়িত্বে থাকা অবস্থায় সর্বমোট ৪ হাজার ৬শ ৫২ টি মামলা নিষ্পত্তি করেন।
শিমুল কুমার বিশ্বাস বদলি হওয়ায় তদস্থলে যোগদান করেছেন ঝালকাঠির চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে বদলি হয়ে আসা বিচারক পারভেজ শাহারিয়ার।