আওয়ামী লীগ রাজনৈতিকভাবে দিউলিয়া হয়ে গেছে : হেলাল

0

স্টাফ রিপোর্টার, বাগেরহাট।। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারি হেলাল বলেছেন, আওয়ামী লীগ রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে। তারা নিজের দলের পিতার ছবি বাদ দিয়ে ডোনাল্ড ট্রাম্পের ছবি নিয়ে  রাজনৈতিক মাঠে পানি ঘোলার অপচেষ্টা করছে। জনতা এই অপচেষ্টাকে রুখে দেবে। প্রয়োজনে বিএনপির নেতা-কর্মীরা সকল অপচেষ্টার বিরুদ্ধে রুখে দাড়াবে। দেশ ও দলের স্বার্থে সকল নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান এই নেতা।

সোমবার দুপুরে বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নূরে আলম  ভূঁইয়া তানুর হত্যাকারীদের ফাঁসির দাবিতে স্বাধীনতা উদ্যানে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাবেক এই ছাত্র নেতা আরও বলেন, বর্তমান ইউনুস সরকার জনগণের আন্দোলনের ফসল, আপনাদের শুধু সংস্কার করলে হবে না, নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করুন, নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করুন।

জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাহিদুল ইসলাম শান্তর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান, সাবেক সভাপতি এম এ সালাম, জেলা বিএনপির সদস্য সচিব মোজাফফর রহমান আলম, খাদেম মিয়া মুল নাসির আলাপ, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নেছার উদিদ্ন সফি, খুলনা বিভাগীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ তৈয়বুর রহমান প্রমুখ।

সমাবেশ শেষে সমাবেশে অংশগ্রহনকারীরা একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় স্বাধীনতা উদ্যানে এসে শেষ হয়।