স্বামীর একদিন পর স্ত্রীরও আত্মহত্যা

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর সদর উপজেলার লেবুতলা ইউনিয়নের বীর নারায়নপুর গ্রামে জুলি আক্তার ঐশী (২৯) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। এর একদিন আগে গত শুক্রবার রাতে তার স্বামী মাসুদ রানা রুমেল ঢাকায় আত্মহত্যা করেন।
মৃত জুলি আক্তার ঐশীর স্বজন আরাফাত জানিয়েছেন, স্বামীর আত্মহত্যার পর ঐশী মানসিকভাবে ভেঙে পড়েন।  সোমবার ভোরে উঠে ওযু করে ঘরে যান। ঘরের ভেতর আড়ার সাথে গলায় ওড়নার ফাঁস দিয়ে ঝুলে পড়েন। বিষয়টি বাড়ির লোকজন দেখে ফেলার সাথে সাথে ঐশীকে উদ্ধার করে সকাল ৭ টা ২০ মিনিটে যশোর ২৫০ শয্যা হাসপাতালে আনেন। হাসপাতলে আনার পর জরুরি বিভাগের চিকিৎসক সাকিরুল ইসলাম মৃত ঘোষণা করেন।
স্বজনরা জানিয়েছেন, ঐশী ছিলেন সৌদি প্রবাসী। তার স্বামী মাসুদ রানা ঢাকায় টিকটক টিমের সাথে জড়িত ছিল। ফেসবুকের মাধ্যমে তাদের মধ্যে পরিচয় হয়। এরপর এক বছর আগে ঐশী তার প্রথম স্বামীকে রেখে দ্বিতীয় স্বামী হিসেবে মাসুদ রানাকে বিয়ে করেন।
গত শুক্রবার রাত ১ টার দিকে মাসুদ রানা ঢাকায় আত্মহত্যা করেন। এর একদিন পর স্বামীর বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন ঐশী।
এ ব্যাপারে যশোর কোতোয়ালি থানায় অপমৃত্যু মামলা হয়েছে। হাসপাতাল মর্গে ময়না তদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে হাসপাতালে কর্তব্যরত পুলিশ।