ঝিকরগাছায় যুবক খুন

0
নিহত পিয়াল হাসান

স্টাফ রিপোর্টার, ঝিকরগাছা (যশোর)।। যশোরের ঝিকরগাছায় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে এক যুবক খুন হয়েছেন। একটি হত্যা চেষ্টা মামলায় জামিনে মুক্ত হয়ে শুক্রবার বাড়ি ফিরে শনিবার খুন হয়েছেন তিনি। নিহত পিয়াল হাসান (২৭) উপজেলার মোবারকপুর গ্রামের কিতাব আলীর ছেলে।
ঝিকরগাছা থানার ওসি বাবলুর রহমান খান জানান, শনিবার দুপুরে ঝিকরগাছা পৌর এলাকার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। কারা ঘটিয়েছে চিহ্নিত করা হয়েছে। তাদের আটকের চেষ্টা করা হচ্ছে।
স্থানীয়রা জানান, পিয়াল হাসান বাজার থেকে বাড়ি ফিরছিলেন। বাজারের পাশে রেললাইনের ওপর পৌঁছালে কয়েকজন যুবক তাকে ধাওয়া করে। এসময় বোমার বিষ্ফোরণ ঘটায় ধাওয়াকারীরা। পিয়াল দৌড়ে ঝিকরগাছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ভিতর ঢুকে পড়েন। ধাওয়াকারীরা তাকে স্কুলের বারান্দায় তাকে কুপিয়ে জখম করে চলে যায়। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তারা আরও জানান, গত ৫ আগস্ট পিয়াল তার প্রতিবেলী কামরুল ইসলামকে কুপিয়ে জখম করেন। এ ঘটনায় তারা বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা করেন কামরুল ইসলাম। ওই মামলায় সম্প্রতি আদালতে আত্মসমর্পণ করেন পিয়াল। বৃহস্পতিবার (৭ নভেম্বর) জামিনে মুক্ত হয়ে শুক্রবার (৮ নভেম্বর) বাড়িতে আসেন তিনি। শনিবার তাকে বাজারে পেয়ে কামরুল ইসলামের ছেলেরা ধাওয়া করে কুপিয়ে জখম করেছে।
এদিকে এ ঘটনায় সহকারী পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান, ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ বাবলুর রহমান খানসহ ডিবি পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন। বিকালে পিয়াল হাসানের লাশ যশোর ২৫০শয্যা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।