পরিবহনে ছিনতাই চক্রের দুই সদস্য আটক

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে রাত্রীকালীন পরিবহনে ছিনতাই চক্রের দুই সদস্যকে আটক করেছে ডিবি পুলিশ। গত বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে শহরের চাঁচড়া চেকপোস্ট এলাকা থেকে তাদের আটক করা হয়।
এরা হলো, শহরতলীর ঝুমঝুমপুর চান্দের মোড়ের শরিফুল ইসলামের ছেলে তাসনিম ইসলাম বর্ষণ (২৩) এবং নীল ইসলাম প্লাবন (১৯)।
ডিবি পুলিশের এসআই আবু হাসান জানিয়েছেন, গত শুক্রবার রাত্রীকালীন ডিউটির সময় চাঁচড়া চেকপোস্টের সামনে যান। সেখানে আগে থেকে একটি অ্যাপাচি ব্রান্ডের মোটরসাইকেল নিয়ে দাড়িয়ে ছিলো তিনজন। পুলিশ দেখে একজন দৌড়ে পালিয়ে যায়। পরে দুইভাইকে আটক করা হয়। পেছনে বসে থাকা প্লাবনের দেহ তল্লাশি করে একটি চাকু উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে পালিয়ে যাওয়া যুবকের খোঁজে রাতেই বেজপাড়া এলাকায় অভিযান চালানো হয়। কিন্ত তাকে পাওয়া যায়নি। আসামিরা রাত্রীকালীন সময় বিভিন্ন স্থানে মোটরসাইকেল (মাগুরা-ল-১১-২৫০৮) নিয়ে ঘুরে বেড়াই। এবং বাসযাত্রীদের টার্গেট করে ছিনতাই করে বেড়াই। আসামি বর্ষণের বিরুদ্ধে এ আগে কোতয়ালি থানায় মাদক ও দ্রুত বিচার আইনে আরো দুইটি মামলা আছে।