লোকসমাজ ডেস্ক ॥ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদনের ভেতর দিয়ে বৃহস্পতিবার ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়।
সংবাদদাতাদের খবর নিয়ে বিস্তারিত প্রতিবেদন-
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ জানান, সকালে এ উপলক্ষে ঝিনাইদহ শহরে জেলা বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। সকাল থেকেই জেলার বিভিন্ন গ্রাম, পাড়া ও মহল্লা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে শহরের উজির আলী স্কুল মাঠে নেতাকর্মীরা জড়ো হন। দুপুর নাগাদ বিশাল মাঠটি নেতা-কর্মীদের উপস্থিতিতে মহাসমাবেশে পরণিত হয়। শোভাযাত্রার আগে সংক্ষিপ্ত এক সমাবেশে বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ, কে এম ওয়াজেদ, জাহিদুজ্জামান মনা, মুন্সি কামাল আজাদ পান্নু, আব্দুল মজিদ বিশ্বাস, আনোয়ারুল ইসলাম বাদশা, আলমগীর হোসেন, সাজেদুর রহমান পাপপু, যুবদল নেতা আহসান হাবিব রণক, আশরাফুল ইসলাম পিন্টু, ছাত্রদল নেতা সোমেনুজ্জামান সমেন, মুশফিকুর রহমান মানিক ও মহিলাদল নেত্রী কামরুন্নাহার লিজি।
নড়াইল সংবাদদাতা জানান, কালিয়া উপজেলায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। শোভাযাত্রাটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। কালিয়া উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম। বিএনপি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান সরদার আনোয়ার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম। এ সময় বিএনপি নেতা স ম ওয়াহিদুজ্জামান মিলুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর) জানান, অভয়নগর থানা ও নওয়াপাড়া পৌর বিএনপির আয়োজনে বৃহস্পতিবার সকালে নওয়াপাড়া বাজারের উপজেলা মোড় সংলগ্ন আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নওয়াপাড়া পৌর বিএনপির সভাপতি আবু নঈম মোড়লের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, অভয়নগর থানা বিএনপির সভাপতি ফারাজী মতিয়ার রহমান। বিশেষ অতিথির বক্তব্য দেন, থানা বিএনপির সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাবলু ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম মোল্যা।
থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন খান ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মুজিবর রহমানের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন, অভয়নগর থানা বিএনপির অন্যতম নেতা শেখ আসাদুল্লাহ আসাদ, রাজঘাট নওয়াপাড়া শিল্পাঞ্চল শাখা শ্রমিক দলের সদস্য সচিব রফিকুজ্জামান টুলু, থানা যুবদলের আহবায়ক বাকিউজ্জামান রানা, থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোল্যা হাবিবুর রহমান হাবিব, পৌর যুবদলের আহবায়ক আতাউর রহমান আতা, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আলম মোল্যা, থানা ছাত্রদলের সদস্য সচিব তকিবুর রহমান প্রমুখ।
সাতক্ষীরা সংবাদদাতা জানান, জেলা বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বেলা সাড়ে ১১ টায় শহীদ আব্দুর রাজ্জাক পার্কে জেলা বিএনপি, পৌর বিএনপি,সদর উপজেলা বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুবদল, কৃষক দল, শ্রমিক দল ও থানা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা ব্যানার ও বিভিন্ন রঙের বেলুন, ফেস্টুন ও ফ্লাগ নিয়ে সুসজ্জিত হয়ে সভাস্থলে সমবেত হন। উৎসবমুখর পরিবেশ শোভাযাত্রা সহকারে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাতক্ষীরা খুলনা রোড মোড়ে মিলিত হন নেতাকর্মীরা। এ সময় জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ ইফতেখার আলীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির প্রধান সমন্বয়ক হাবিবুর রহমান হবি, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক তাসকিন আহমেদ চিশতি, পৌর বিএনপির আহ্বায়ক শের আলী, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সামাদ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সোহেল আহমেদ মানিক, জেলা কৃষক দলের সদস্য সচিব সালাহউদ্দিন লিটন, জেলা জাসাস এর সভাপতি শেখ জিল্লুর রহমান প্রমুখ।
বাগআঁচড়া (যশোর) সংবাদদাতা জানান, দিবসটি পালনে বৃহস্পতিবার বিকেলে বাগআঁচড়া ও কায়বা ইউনিয়ন বিএনপির আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাগআঁচড়া ইউনিয়ন বিএনপি নেতা মোনায়েম হোসেনের সভাপতিত্বে ও শার্শা উপজেলা বিএনপির সদস্য আনোয়ার হোসেন বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শার্শা উপজেলা বিএনপির সদস্য ও বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহব্বায়ক জাহাঙ্গীর হোসেন। প্রধান বক্তা ছিলেন শার্শা উপজেলা বিএনপি সদস্য ও কায়াবা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রবিউল হোসেন। আরো উপস্থিত ছিলেন,শার্শা উপজেলা বিএনপির সদস্য জামাল উদ্দীন,শার্শা উপজেলা বিএনপির সদস্য ও কায়বা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শাহারিয়ার হোসেন মুকুল,ওলিয়ার রহমান,বিএনপির নেতা রফিকুল ইসলাম সন্তুু,মিকাইল হোসেন মনা, সেলিম হোসেন আশা, তৌহিদ হোসেন প্রমুখ।
কেশবপুর (যশোর) সংবাদদাতা জানান, উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয় সংলগ্ন মাঠে পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র আব্দুস সামাদ বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক। আলোচনায় অংশ নেন বিএনপি নেতা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক আলাউদ্দিন আলা, কুতুবউদ্দিন বিশ্বাস, রেজাউল ইসলাম, নুরুজ্জামান চৌধুরী, হুমায়ুন কবির সুমন, আলমগীর সিদ্দিকী, আবদুল হালিম অটল, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামসুল আলম বুলবুল, বাবুল রানা বাবু, মেহেদী হাসান শিপন, জাহাঙ্গীর কবির পলাশ,ছাত্রদল নেতা আজিজুর রহমান, মোস্তাফিজুর রহমান প্রমুখ। আলোচনা সভা শেষে বর্ণাঢ্য শোভাযাত্রা কেশবপুর শহর প্রদক্ষিণ করে।
স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) জানান, দিবসটি উপলক্ষে উপজেলা বিএনপি নানা কর্মসূচি গ্রহণ করেন। কর্মসূচির মধ্যে ছির আলোচনা সভা, মিলাদ, দোয়া ও শোভাযাত্রা। বাদ আসর উপজেলা বিএনপির আয়োজনে স্থানীয় বেলা প্রিক্যাডেট স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। উপজেলা বিএনপির সভাপতি এমএ সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক ও আলীবুদ্দিন খান, বিএনপি নেতা আব্দুল মুজিদ, উপজেলা যুবদলের আহবায়ক আব্দুল মান্নান, পৌর যুবদলের আহবায়ক সালাউদ্দিন আহমেদ প্রমুখ। আলোচনা শেষে অনুষ্ঠিত হয় বিশেষ দোয়া মাহফিল।
বিকেলে কাঁচাবাজারের দলীয় কার্যালয়ে দিবসটি উপলক্ষে অনুষ্টিত হয় আলোচনা সভা। উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইউনুস আলী দফাদারের সভাপতিত্বে আলোচনা করেন বিএনপি নেতা হুসাইন আহমেদ, কবির উদ্দিন বাবলু, মজনুর রহমান, আবু সালাম, ভুট্টো খান, যুবনেতা কামরুল ইসলাম, স্বেচ্ছসেবকদল নেতা আবু বকর প্রমুখ।
মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদদাতা জানান, মোরেলগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করা হয়েছে। দিনটি পালন উপলক্ষে বৃহস্পতিবার বেলা ১১টায় মোরেলগঞ্জ পৌর পার্ক থেকে শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন বাগেরহাট জেলা বিএনপির সদস্য কাজী খায়রুজ্জামান শিপন। উপজেলা বিএনপির আহ্বায়ক শহিদুল হক বাবুলের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, বিএনপি নেতা গিয়াস উদ্দিন তালুকদার, শিকদার ফরিদুল ইসলাম, আসাদুজ্জামান মিলন, রাসেল আল ইসলাম, যুবদল নেতা আব্বাস মুন্সী প্রমুখ।
পাইকগাছা (খুলনা) সংবাদদাতা জানান, পাইকগাছা উপজেলা ও পৌর বিএনপি পৃথকভাবে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে। এ উপলক্ষে শোভাযাত্রা শেষে সমবেশ অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বিকেলে পৌরসভা মাঠে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন পৌর বিএনপি আহ্বায়ক সেলিম রেজা লাকী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি ডা. আব্দুল মজিদ। আরও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সম্পাদক তুষার কান্তি মণ্ডল,সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন। অপরদিকে বেলা সাড়ে ১১ টায় শোভাযাত্রা শেষে পাইকগাছা বাজার পোস্ট অফিসের সামনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সহসভাপতি আসলাম পারভেজ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির সিনিয়র নেতা সাবেক ইউপি চেয়ারম্যান এসএম এনামুল হক। আরও বক্তব্য রাখেন, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সাবেক কাউন্সিলর কামাল আহমেদ সেলিম নেওয়াজ, উপজেলা যুবদলের আহ্বায়ক তৌহিদুজামান মুকুল প্রমুখ।
মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা জানান, মহেশপুরে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে শোভাযাত্রা ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। বিকেলে মহেশপুর অডিটোরিয়ামে পৌর বিএনপির সভাপতি অ্যাড. আমিরুল ইসলাম খান চুন্নুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মেহেদী হাসান রনি। আরও বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক তরফদার মাহমুদ তৌফিক বিপু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দবির উদ্দীন বিশ্বাস, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, জেলা বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক অ্যাড. ডা. নান্নু মিয়া, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান প্রমুখ। জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় ১২ ইউনিয়ন ও পৌরসভার সভাপতি-সম্পাদকসহ অঙ্গসংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
কোটচাঁদপুর (ঝিনাইদহ) সংবাদদাতা জানান, কোটচাঁদপুরে থানা ও পৌর বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পৌর শহরের ‘দ্য পিজন ক্লাব’ চত্বরে পৌর বিএনপির সভাপতি এসকেএম সালাউদ্দীন বুলবুল সিডলের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সহ-সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল। আরও বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি আবু বকর বিশ্বাস, থান বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, যুবদল নেতা আশরাফুজ্জামান খান মুকুল, স্বেচ্ছাসেবক দল নেতা কামরুজ্জামান সিদ্দিক, কৃষকদল নেতা ফিরোজ উদ্দীন মানিক, ছাত্রদল নেতা হুমায়ুন কবির হিরা প্রমুখ।
শরণখোলা(বাগেরহাট) সংবাদদাতা জানান, উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনসমূহ যৌথভাবে আলোচনা সভার আয়োজন করে। বিকেলে রায়েন্দা সরকারি পাইলট হাইস্কুল মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন,বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাগেরহাট জেলা কমিটির সদস্য কাজী খায়রুজ্জামান শিপন। বিএনপির শরণখোলা উপজেলা আহবায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক ডা. শফিকুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন পঞ্চায়েতের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন, বাগেরহাট জেলা বিএনপির সদস্য সচিব মোজাফফর হোসেন আলম। সভায় বিশেষ অতিথি ছিলেন, শরণখোলা উপজেলা বিএনপির সদস্য ফজলুল হক তালুকদার, মোরেলগঞ্জ উপজেলা বিএনপি আহবায়ক শহীদুল হক বাবুল,শরণখোলা উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি এটিএম জসিম উদ্দিন জাফর, ফারুক আহমেদ, মোরেলগঞ্জ পৌর বিএনপি আহবায়ক শিকদার ফরিদুল ইসলাম ফরিদ, শরণখোলা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মঞ্জুরুল করীম এনায়েত প্রমুখ।
ফুলতলা (খুলনা) অফিস জানায়, ফুলতলা উপজেলা বিএনপির উদ্যোগে ফুলতলা স্বাধীনতা চত্বরে বৃহস্পতিবার বিকেলে আলোচনা সভা উপজেলা বিএনপির আহবায়ক শেখ আবুল বাশারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ইঞ্জিনিয়ার মনির হাসান টিটোর পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বিএনপির যুগ্ম আহবায়ক সেলিম সরদার, জেলা বিএনপির সাবেক সদস্য হাসনাত রেজভী মার্শাল, বিএনপি নেতা কাজী আনোয়ার হোসেন বাবু, ওয়াহিদুজ্জামান নান্না, মোল্যা মনিরুল ইসলাম, শেখ লুৎফর রহমান, আতাউর সরদার, জামাল হোসেন ভুইয়া, মশিউর রহমান বিপ্লব, গাজী ফজলুল হক, মাস্টার শহিদুল ইসলাম, আনিছুজ্জামান পলাশ, মোতাহার হোসেন কিরণ, সরদার আলমগীর, খুলনা জাসাস নেতা আজাদ রহমান, খুলনা জেলা তাঁতীদল নেতা মাহমুদ হাসান লোটাস, মহিউদ্দিন শেখ, মহাসিন মোল্যা, টিটো জমাদ্দার, আলমগীর শেখ প্রমুখ।
কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা জানান, বৃহস্পতিবার বিকেলে বিএনপি কালীগঞ্জ শহরের মেইন বাসস্ট্যান্ডে জনসমাবেশ, দোয়া মাহফিল ও শোভাযাত্রা করে। কালীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি ছিলেন, কালীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক হামিদুল ইসলাম হামিদ। বক্তব্য রাখেন, পৌর বিএনপি নেতা ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান,আনোয়ার হোসেন, কাউন্সিলর আশরাফুজ্জামান রনি, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুবুর রহমান মিলন, স্বেচ্ছাসেবক দল নেতা জাহাঙ্গীর হোসেন,উপজেলা ছাত্রদলের সহসভাপতি শিপুল খান প্রমুখ।
স্টাফ রিপোর্টার,মনিরামপুর (যশোর) জানান, বিকেলে পৌর বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন। পৌর বিএনপির সভাপতি খায়রুল ইসলামের সভাপতিত্বে ও যুবদল নেতা মোক্তার হোসেনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাই, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মফিজুর রহমান,অ্যাডভোকেট মকবুল ইসলাম,বীর মুক্তিযোদ্ধা আকতার হোসেন খান, সন্তোষ স্বর, জুলফিকার আলী ভূট্টো, খান শফিয়ার রহমান, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্বাস উদ্দিন, জেলা মহিলা দলের সহসভাপতি মেরী ইকবাল, সহসাংগঠনিক সম্পাদক লুৎফুন্নাহার, ছাত্রদলের আহ্বায়ক ওলিয়ার রহমান, কামরুজ্জামান প্রমুখ।