আগামী ৩০ নভেম্বর যশোর জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৩০ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে ৫৩৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। সমিতির ১ নম্বর ভবন মিলনায়তনে সকাল ১০ টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে নির্বাচনের ভোট গ্রহণ চলবে।
ঘোষিত তফসিল অনুযায়ী ১০ নভেম্বর রোববার মনোয়নপত্র সংগ্রহ, ১৫ নভেম্বর শুক্রবার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত মনোনয়নপত্র জমা, ১৭ নভেম্বর রোববার মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে ওই দিনই সমিতির উভয় ভবনের নোটিস বোর্ডে বৈধ প্রার্থীদের নামের তালিকা প্রকাশ, মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে ২১ নভেম্বর বৃহস্পতিবার বিকেল ৩ টা পর্যন্ত এবং ৩০ নভেম্বর শনিবার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন ইসমত হাসার।