যশোরে ৩৯৬ বোতল ফেনসিডিলসহ আটক ২

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে আলাদা অভিযান চালিয়ে ৩৯৬ বোতল ফেনসিডিলসহ দুই জনকে আটক করেছে র‌্যাব । এ সময় একটি ট্রাক জব্দ করা হয়েছে।
আটককৃতরা হলেন, ঝিকরগাছা উপজেলার মোবারকপুর গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে ট্রাকচালক আব্দুল আজিজ (৪৯) ও বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী পশ্চিম পাড়ার (মাঠপাড়া) মৃত জাহান আলীর ছেলে মনিরুজ্জামান (৪৩)।
র‌্যাব-৬ সিপিসি-৩ যশোর ক্যাম্পের আলাদা প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত সোমবার রাত পৌনে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা যশোরের পুলেরহাট বাজারে অবস্থান নেন। এ সময় বেনাপোল থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি কার্গো ট্রাক আসতে দেখে তারা থামানোর জন্য সংকেত দেন। তখন চালক আব্দুল আজিজ ট্রাক থামিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র‌্যাব সদস্যরা তাকে আটক করেন। এরপর তল্লাশি চালিয়ে ট্রাকের হুডের ওপর বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১৯৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। সূত্র জানায়, একইদিন দিবাগত রাত ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা বেনাপোলের পুটখালী পশ্চিম পাড়ায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মনিরুজ্জামানকে আটক করেন। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই গ্রামের জনৈক জিয়ার জমির মাটি খুড়ে ১৯৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।