তরিকুল ইসলাম স্মরণে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠান, যশোরে এমন কোন শিক্ষাপ্রতিষ্ঠান নেই যেখানে বিএনপির ছোয়া নেই : অনিন্দ্য ইসলাম অমিত

0

 

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, যশোরের এমন কোন শিক্ষাপ্রতিষ্ঠান নেই যেখানে বিএনপির ছোয়া নেই। এটি হচ্ছে আমাদের গর্বের জায়গা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া রাষ্ট্রপরিচালনার দায়িত্ব পেয়ে শিক্ষা ব্যবস্থার আমুল পরিবর্তনের জন্য কাজ করেছিলেন। তার পৃষ্ঠপোষকতায় এবং আনুকূল্যে আমাদের অভিভাবক তরিকুল ইসলাম যশোরের প্রতিটি গ্রামে প্রাথমিক বিদ্যালয় এবং ইউনিয়নে কলেজ প্রতিষ্ঠার চেষ্টা করেছিলেন।
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে যশোর নগর বিএনপি আয়োজিত দুঃস্থদের মাঝে বস্ত্র এবং জেলা স্বেচ্ছাসেবকদল আয়োজিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, দেশনায়ক তারেক রহমান কেবল বিএনপির নয় সমগ্র বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন। তিনি যদি জনগণের সমর্থনে গণতান্ত্রিক সরকারের নেতৃত্ব দেবার সুযোগ পান তাহলে বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনামূল্যে শিক্ষা গ্রহণের সুযোগ সৃষ্টি করে দেবেন ইনশা-আল্লাহ।
অনুষ্ঠানে যশোর উন্নয়নের কারিগরখ্যাত তরিকুল ইসলামের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
গতকাল শনিবার জেলা বিএনপি কার্যালয়ের সামনে সকালে জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনের শিক্ষার্থীদের মাঝে পড়ার টেবিল ও চেয়ার বিতরণ এবং বিকেলে একই স্থানে নগর বিএনপি একই দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ করে।
এই সময় অনিন্দ্য ইসলাম অমিত আরও বলেন, কোমলমতি শিশুরা বাংলাদেশের ভবিষ্যৎ। আমাদের সন্তানতূল্য শিশুরা যদি লেখাপড়া শেষ করে বৈষম্যহীন সমাজে মেধা এবং যোগ্যতা অনুযায়ী কর্মক্ষেত্র বেছে নিতে পারে তাহলে দেশের কাঙ্খিত উন্নয়ন হবে। তাদের মানুষ করে গড়ে তোলার দায়িত্ব যেমন পরিবারের তেমনি সমাজ এবং রাষ্ট্রের।
তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শিশুদের অন্তর্নিহিত শক্তি এবং মেধার প্রকাশ ঘটানোর জন্য শিশু একাডেমি এবং বাংলাদেশ টেলিভিশনের নতুনকুঁড়ি নামের একটি অনুষ্ঠানের সূচনা করেছিলেন। তিনি তৃণমূল পর্যায়ে শিক্ষা ব্যবস্থার উন্নয়নের জন্য স্কুল কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছিলেন। পরবর্তীতে বেগম খালেদা জিয়া শিক্ষার বিনিময়ে খাদ্য এবং নারীদের দ্বাদশ শ্রেণি পর্যন্ত বিনামূল্য শিক্ষা গ্রহণের জন্য যুগান্তকরী পদক্ষেপ নিয়েছিলেন।
নগর বিএনপি আয়োজিত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ এবং জেলা স্বেচ্ছাসেবক দল আয়োজিত চেয়ার টেবিল প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম। নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সাল পৃথক দুটি অনুষ্ঠান পরিচালনা করেন। দুটি অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু।
পরে তরিকুল ইসলামের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন জেলা ওলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা মোশাররফ হোসেন।