লোহাগড়ায় জামায়াতে ইসলামীর সুধী সমাবেশে অনুষ্ঠিত

0

নড়াইল সংবাদদাতা ॥ নড়াইলের লোহাগড়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর দায়িত্বশীল সম্মেলন ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে শনিবার বিকেলে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে একই স্থানে দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত হয়।
জামায়াতের উপজেলা আমীর ও জেলা মসলিসে শূরা সদস্য মাওলানা মো. হাদিউজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক মোবারক হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর-কুষ্টিয়া অঞ্চল টিম সদস্য ও জেলা জামায়াতের সাবেক আমির মির্জা আশেক এলাহী, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা আমীর অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চু,জেলা সেক্রেটারি মাওলানা ওবায়দুল্লাহ কায়সার।
এ সময় উপস্থিত ছিলেন জেলা কর্ম পরিষদ সদস্য মাওলানা আলমঙ্গীর হোসেন,লোহাগড়া পৌর জামায়াতের আমীর হাফেজ ইমরান হুসাইন, নড়াইল পৌর আমীর হাফেজ আব্দুল্লাহ আল আমিন,সদর উপজেলা আমীর হাফেজ মিরাজুল ইসলাম,কালিয়া উপজেলা আমীর মাওলানা তরিকুল ইসলাম প্রমুখ।