ঐশ্বরিয়া ইনস্টাগ্রামে মাত্র একজনকে ফলো করেন, কে সেই ব্যক্তি

0
ঐশ্বরিয়া রাই। ছবি: সংগৃহীত

লোকসমাজ বিনোদন ডেস্ক ॥ বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই নিজের কাজ নিয়েই ব্যস্ত থাকেন। তাই তিনি ইনস্টাগ্রামে খুব বেশি সবর নন। তবে সাবেক এই বিশ্ব সুন্দরীর ফলোয়ার অনেক।  নিয়মিত পোস্ট করেন না ঐশ্বরিয়া। তবে যখনই তিনি কোনো পোস্ট করেন সেটা কয়েক মিনিটের ব্যবধানে ভাইরাল হয়ে যায়। ইনস্টাগ্রামে তার ১৪.৩ মিলিয়ন ফলোয়ার রয়েছে অভিনেত্রী তবে তিনি কেবল একজনকেই ফলো করেন।

জানা যায়, ইনস্টাগ্রামে শুধুমাত্র অভিষেক বচ্চনকে ফলো করেন ঐশ্বরিয়া। আর এ থেকেই বোঝাই যায়, তাদের বিচ্ছেদ নিয়ে যা শোনা যাচ্ছে সেটা হয়তো কেবলই গুঞ্জন। তবে, ঐশ্বরিয়া-অভিষেকের সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছে না। গুঞ্জন উঠেছে, তারা এখন আলাদা থাকছেন শিগগির বিচ্ছেদের পথে হাঁটবেন। আর এই বচ্চন দম্পতির সম্পর্ক ভাঙার নেপথ্যে নাকি রয়েছেন অভিনেত্রী নিমরত কৌর। যদিও এখনও অভিষেক-ঐশ্বরিয়া, কেউই এখনও বিচ্ছেদ প্রসঙ্গে মুখ খোলেননি।

 

দীর্ঘ ১৭ বছরের দাম্পত্য জীবনে অভিষেক ও ঐশ্বরিয়ার। ২০০৬ সালে ‘উমরাও জান’ সিনেমার শুটিং করতে গিয়ে তাদের প্রেম।  এরপর পরের বছর ২০০৭ সালে তারা বিয়ে করেন। আর ২০১১ সালে তাদের কোলেজুড়ে আসে প্রথম কন্যা সন্তান আরাধ্য বচ্চন।