যবিপ্রবিতে কোন ধরনের রাজনীতি করা যাবে না : উপাচার্য

0

 

যবিপ্রবি সংবাদদাতা॥ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তিকৃত স্নাতক শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন গতকাল অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্যালারিতে তিন পর্বে এই ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে।

ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ। তিনি নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, যবিপ্রবি একটি রাজনীতি ও র‌্যাগিং মুক্ত বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থীদের যেকোনো ধরনের হয়রানির ক্ষেত্রে এ বিশ্ববিদ্যালয়ে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন হবে।বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রাজনীতি সচেতন হতে হবে, কিন্তু যেহেতু বিশ্ববিদ্যালয়ের আইনে এই বিশ্ববিদ্যালয় রাজনীতি মুক্ত, তাই কোনো ধরনের দলীয় রাজনীতি করা যাবে না।

এছাড়াও তিনি নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি বিভিন্নরকম সহপাঠ্যক্রমিক কার্যক্রমে যুক্ত থাকবে। তাহলে তোমাদের মাঝে নেতৃত্বের গুণাগুণ বৃদ্ধির পাশাপাশি আদর্শ মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে পারবে। নিজেদের পরিশ্রমী মানুষ হিসেবে গড়ে তুলবে। পরিশ্রম ছাড়া কোনো কিছু অর্জন করা যায় না। জীবনের লক্ষ্য ঠিক করে পরিশ্রম করে যাবে তাহলে তোমরা ভবিষ্যতে সফল হবে। বিশ্ববিদ্যালয়ে ভালো বন্ধু নির্বাচন করবে যা তোমাদের চলার পথকে আরও সহজ করবে।

বিশ্ববিদ্যালয়ের ডিনবৃন্দ, প্রভোস্টবৃন্দ, প্রক্টরসহ অন্যান্য অতিথিরা যবিপ্রবির একাডেমিক ও প্রশাসনিক নানা দিক সম্পর্কে শিক্ষার্থীদের সামনে তুলে ধরে বক্তব্য দেন। নবীন অনেক শিক্ষার্থীও বিশ্ববিদ্যালয় জীবন নিয়ে তাদের চাওয়া-পাওয়ার বিষয়টি তুলে ধরেন।
ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. মীর মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে যবিপ্রবির ডিন অধ্যাপক ড. এইচ এম জাকির হোসেন, অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম, অধ্যাপক ড. শিরিন নিগার, অধ্যাপক ড. মো. জাফিরুল ইসলাম, ড. মো. কোরবান আলী, ড. মোহাম্মদ কামাল হোসেন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ এমদাদুল হক, প্রভোস্ট ড. মজনুজ্জামান, ড. নাজনীন নাহার, ড. মো. আব্দুর রউফ সরকার, ড. মোসা. আফরোজা খাতুন, যবিপ্রবির প্রক্টর ডা. মো. আমজাদ হোসেন, দপ্তর প্রধানগণ, বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী, সাংবাদিক সমিতি ও বিভিন্ন সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি ও রোভার স্কাউটের সদস্যরা শৃঙ্খলা বজায় রাখতে সহায়তা করেন।