যশোরে ডিম উৎপাদনকারী দুটি প্রতিষ্ঠানে দেড় লাখ টাকা জরিমানা

0

স্টাফ রিপোর্টার॥ যশোরে ডিম উৎপাদনকারী দু’টি প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা করেছেন জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক। সোমবার দুপুরে জেলা প্রশাসক আজাহারুল ইসলাম প্রতিষ্ঠান দু’টিতে অভিযান চালান।
প্রতিষ্ঠান দু’টি হচ্ছে আফিল এগ্রো ও চাঁদ ফিড। এর মধ্যে আফিল এগ্রোকে এক লাখ টাকা ও চাঁদ ফিডকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়।
জেলা প্রশাসক বলেন, আফিল এগ্রো ও চাঁদ ফিড দুটি উৎপাদনকারী প্রতিষ্ঠান হয়েও সরকারের নির্ধারিত উৎপাদন দরে ডিম বিক্রি করছে না। তারা উৎপাদন করছে কিন্তু বাজারে সরবরাহ না করে নিজেরাই খুচরা দামে বিক্রি করছে। এ কারণেই বাজারে ডিমের সংকট দেখা দিচ্ছে। বাজারে সরকারের বেধে দেওয়া দামেই ডিম বিক্রি করতে হবে। বাজার স্থিতিশীল রাখতে নিয়মিত আমাদের অভিযান চলবে।
ওই দুই প্রতিষ্ঠানে অভিযানের আগে শহরের বড়বাজারে অভিযান চালানো হয়। সেখানে ডিম বিক্রেতা মায়ের দোয়া নামে প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা ও আনিস এন্টারপ্রাইজকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম শাহীনসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও সেনাবাহিনী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।